আগরতলা, ০৭ মার্চ : পশ্চিম ত্রিপুরা আসনে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা । শুক্রবার জাতীয় কংগ্রেসের নতুনদের বিস্তৃত কার্যালয় লোকসভা ভোটে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা হয় এদিন ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যের জন্য ৩৯ জন প্রার্থীর নাম ঘোষণা হয়। এদিকে গত সপ্তাহেই পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি দলের প্রার্থীর নাম ঘোষণা করা হয় । এবারে এই আসন থেকে লড়াই করবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সংসদ বিপ্লব কুমার দেব।
এদিকে লোকসভা নির্বাচন ২০২৪ এর প্রক্রিয়া সুষ্ঠ ও নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন দপ্তর ত্রিপুরার সকল রাজনৈতিক দলগুলিকে নিয়ে আজ প্রজ্ঞাভবনে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এই প্রশিক্ষণ কর্মশালায় মুখ্য নির্বাচন আধিকারিক পুনীত আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উসা জেন মগ এবং অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক সুভাশিস বন্দোপাধ্যায় তাদের বক্তব্য রাখেন।
প্রজ্ঞাভবনে এই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ প্রশিক্ষক হিসেবে অভিজিৎ চক্রবর্তী বক্তব্য রাখেন। এছাড়া নির্বাচনী আচরণবিধি, নমিনেশন পেপার, পোলিং এজেন্ট, নির্বাচনী ব্যয়, অপরাধমূলক পূর্ববর্তী ঘটনা, মিডিয়া সার্টিফিকেশন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এই কর্মশালায় বিজেপি, আইএনসি, আইএনপিটি, এসইউসিআই, এলজেপি, সিপিআই(এম), আইপিএফটি, মথা এবং আমরা বাঙালি পার্টির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মুখ্য নির্বাচন আধিকারিকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন