Ashokashtami Mela : উনকোটিতে ১৫-১৬ এপ্রিল অশোকাষ্টমী মেলা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Ashokashtami Mela : উনকোটিতে ১৫-১৬ এপ্রিল অশোকাষ্টমী মেলা

Share This

 


কৈলাসহর, ০৩ এপ্রিল : শৈবতীর্থ ঊনকোটিতে আগামী ১৫ ও ১৬ এপ্রিল অশোকাষ্টমী মেলা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য বুধবার কৈলাসহর মহকুমা শাসক কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার। সভায় উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক নব কুমার জমাতিয়া, চন্ডীপুর ব্লকের বিডিও প্রসেনজিৎ মালাকার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ। সভায় এই অনুষ্ঠানকে সার্বিকভাবে সফল করে তোলার জন্য বিস্তারিত আলোচনা হয়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad