আগরতলা, ০৪ এপ্রিল : বৃহস্পতিবার বিশালগড় নতুন টাউনহলে আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) পুনীত আগরওয়ালের সভাপতিত্বে সিপাহীজলা জেলায় এক নির্বাচনী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন এলাকায় সুষ্ঠু নির্বাচন সম্পাদনের লক্ষ্যে এমএমসিসি সহ সমস্ত নির্বাচনী গাইডলাইনের সঠিক ও সময়োপযোগী প্রয়োগ এবং পালনের জন্য সিইও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এদিনের সভায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক নির্বাচনকে কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় এ বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। এছাড়াও আলোচনা করেন রাজ্য পুলিশ নোডাল অফিসার জিএস রাও, সিআরপিএফ-এর আইজি ডি এল গোলা প্রমুখ। এছাড়াও উক্ত পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলার সমস্ত সেক্টর অফিসার, এআরও, নির্বাচনের কাজে নিযুক্ত বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ।
এদিকে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় আসনের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মীদের নিয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়। প্রিসাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসাদের নিয়ে অনুষ্ঠিত এই মহড়ায় ১২ জন মাস্টার ট্রেইনার কীভাবে ভোটদান পর্ব সম্পন্ন করতে হবে সে বিষয়ে প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণ শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই মহকুমার মহকুমা শাসক তথা ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় আসনের এআরও মেঘা জৈন, এআরও পরিমল মজুমদার, এআরও কেশব কর প্রমুখ। এই মহড়ায় ২১৫ জন প্রিসাইডিং অফিসার এবং ২৩৭ জন ফার্স্ট পোলিং অফিসার অংশগ্রহণ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন