নতুন দিল্লি, ২৭ এপ্রিল : ভারতীয় আবহাওয়া দপ্তর পূর্ব ও দক্ষিণ ভারতে আগামী ৫ দিন তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশার কিছু অংশ ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অংশে অতি তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।
অন্যদিকে, বিহার, ঝাড়খন্ড, কর্ণাটকের মধ্যবর্তী অংশ, তামিলনাড়ু, কেরালা ও উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে তাপপ্রবাহের মতো পরিস্থিতি থাকতে পারে। ভারতীয় মৌসম ভবন জানিয়েছে, পূর্ব ভারত, মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে সর্বোচ্চ তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। উত্তর পূর্ব ভারতে আগামী চারদিন ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে।
লক্ষ্যনীয় ভাবে শনিবার বিকেলে জাপানের বনিনদ্বীপে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের উতৎপত্তিস্থল ছিল টোকিও-র ৮৭৫ কিলোমিটার দক্ষিণে এই দ্বীপের পশ্চিম উপকূলে। তবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর আসেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন