Death By Drowning : আগরতলার রানীর পুকুরে স্নান করতে নেমে বেহদিশ এক ব্যাক্তি, খোয়াই নদী থেকে উদ্ধার যুবকের দেহ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Death By Drowning : আগরতলার রানীর পুকুরে স্নান করতে নেমে বেহদিশ এক ব্যাক্তি, খোয়াই নদী থেকে উদ্ধার যুবকের দেহ

Share This


 আগরতলা, ২৮ এপ্রিল : আগরতলার ভিআইপি রোড সংলগ্ন খেজুর বাগান এলাকার রাণীর পুকুরে রবিবার দুপুরে স্নান করতে নেমে বেহদিশ এক ব্যক্তি। ফায়ার সার্ভিস এবং এনডিআরএফ এর কর্মীরা দীর্ঘ তল্লাশি চালিয়েও খোঁজ পায়নি তলিয়ে যাওয়া ব্যক্তির। উদ্ধারকাজে জাল ব্যবহার করা হলেও মাছ ছাড়া কোন মানুষের দেহ খুঁজে পাইনি উদ্ধারকারী দল। 


ঘটনার প্রত্যক্ষদর্শী এক যুবকের বক্তব্য অনুযায়ী,  পুকুরের মাঝ বরাবর একটি মানুষের হাত জলের নিচ থেকে উপরে দেখতে পান। সঙ্গে সঙ্গে ওই যুবক সেখানে ছুটে গিয়ে জলে ঝাঁপ দেয় কিন্তু তারপর আর কোথাও লোকটিকে খুঁজে পাওয়া যায়নি। এরপরই খবর দেয়া হয় দমকল কর্মীদের। এনডিআর‌এফ এবং দমকল কর্মীদের দীর্ঘ তল্লাশির পরেও কোন দেহ না উদ্ধার হওয়ায় এই ঘটনায় রহস্য দানা বাঁধছে।


অপরদিকে দীর্ঘ প্রায় ১২ ঘণ্টার বেশি সময় পর নিথর দেহ উদ্ধার হল তেলিয়ামুড়ার চাকমাঘাট এলাকার যুবক দীপক দাসের। শনিবার বিকাল আনুমানিক চারটা নাগাদ চাকমা ঘাট এলাকায় খোয়াই নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় দীপক দাস নামে ওই যুবক। জানা গেছে দীপক দাস চাকমা ঘাটের বাসিন্দা হলেও বর্তমানে সে আগরতলায় থাকতো, তবে নিজ বাড়িতে গিয়ে খোয়াই নদীতে স্নান করতে এই বিপত্তি বলে এলাকাবাসীদের অভিমত। 


 ঘটনার খবর পেয়ে পৌঁছে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীসহ বিপর্যয় মোকাবেলার সাথে যারা যুক্ত এনডিএফ কর্মীরা। রাতভর তল্লাশি চললেও রবিবার  ভোরের আলো উঠার সাথে সাথে স্থানীয়রা দেখতে পান চাকমাঘাট এলাকাতেই ভেসে উঠেছে দীপক দাসের দেহ। এরপর উদ্ধার কাছে যুক্ত কর্মীরা দীপক দাসের দেহ উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যায়। 





International : জাপানের তিব্র মাত্রায় ভূমিকম্প, ভারতে অতি তাপপ্রবাহের সতর্কতা জারি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad