Lok Sabha Election 2024 : ইভিএম কমিশনিং-র কাজ শুরু, পূর্ব ত্রিপুরা আসনে সব মনোনয়নপত্র বৈধ - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Lok Sabha Election 2024 : ইভিএম কমিশনিং-র কাজ শুরু, পূর্ব ত্রিপুরা আসনে সব মনোনয়নপত্র বৈধ

Share This

 


আগরতলা, ০৬ এপ্রিল : আসন্ন লোকসভা নির্বাচনে ২-ত্রিপুরা পূর্ব (এসটি) লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। শুক্রবার মনোনয়নপত্রগুলি পরীক্ষার পর সবগুলি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। এই লোকসভা আসনে যে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে তারা হলেন ভারতীয় জনতা পার্টির কৃতি দেবী দেববর্মণ, ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) এর রাজেন্দ্র রিয়াং, ইন্ডিজেনাস ন্যাশনালিস্ট পার্টি অব তুইপ্রা-এর শিবচন্দ্র দেববর্মা, নির্দল প্রার্থী অর্চনা উরাং, নির্দল প্রার্থী কল্প মোহন ত্রিপুরা, নির্দল প্রার্থী কৃষ্ণ মোহন জমাতিয়া, নির্দল প্রার্থী দর্শন কুমার রিয়াং, নির্দল প্রার্থী শত্রুঘ্ন জমাতিয়া এবং নির্দল প্রার্থী শান্তজয় ত্রিপুরা। রাজ্য নির্বাচন দপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।


এদিকে ১-ত্রিপুরা পশ্চিম লোকসভা আসনে ভোট গ্রহণের জন্য ইভিএম কমিশনিং-র কাজ‌ও শুরু হয়েছে। আগামী ১৯ এপ্রিল এই লোকসভা আসনের নির্বাচনে ভোটগ্রহণ করা হবে। রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল এবং ৮ এপ্রিল ১-সিমনা (এসটি), ২-মোহনপুর, ৩-বামুটিয়া (এসসি), ৪-বড়জলা (এসসি), ৫-খয়েরপুর, ৬-আগরতলা, ৭-রামনগর, ৮-টাউন বড়দোয়ালি, ৯-বনমালীপুর, ১০-মজলিশপুর, ১১-মান্দাইবাজার (এসটি), ১৩-প্রতাপগড় (এসসি), ১৪-বাধারঘাট (এসসি), ১৮-সূর্যমনিনগর, ৩০-বাগমা (এসটি), ৩১-রাধাকিশোরপুর, ৩২-মাতাবাড়ি, ৩৩-কাকড়াবন-শালগড়া (এসসি) বিধানসভা এলাকায় ইভিএম কমিশনিং করা হবে। ৮ এবং ৯ এপ্রিল ইভিএম কমিশনিং করা হবে ১২-টাকারজলা (এসটি), ১৭-গোলাঘাটি (এসটি), ১৫-কমলাসাগর, ১৬-বিশালগড়, ১৯-চড়িলাম বিধানসভা কেন্দ্রগুলিতে। আগামী ৯ এবং ১০ এপ্রিল ইভিএম কমিশনিং করা হবে ৩৪-রাজনগর (এসসি) ও ৩৫-বিলোনীয়া বিধানসভা কেন্দ্রে। ইতিমধ্যেই গত ৫ এপ্রিল ৩৬-শান্তিরবাজার (এসটি) বিধানসভা কেন্দ্রে এবং গতকাল ও আজ ২০-বক্সনগর, ২১-নলছড় (এসসি), ২২-সোনামুড়া, ২৩-ধনপুর বিধানসভা কেন্দ্রে ইভিএম কমিশনিং করা হয়েছে। ৭-রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণের জন্য আজ ইভিএম কমিশনিং'র কাজ শুরু হয়েছে। কমিশনিং-র কাজ আগামীকালও চলবে।




Lok Sabha Election 2024 : উত্তর জেলায় নির্বাচনে ৭টি এক্সাইজ নাকা, ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক ধর্মনগরে করলেন বৈঠক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad