Buddha Purnima : বেনুবন বুদ্ধবিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন উৎসবে রাজ্যপাল - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Buddha Purnima : বেনুবন বুদ্ধবিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন উৎসবে রাজ্যপাল

Share This


 আগরতলা, ২৩ মে : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বৃহস্পতিবার সন্ধ্যায় কুঞ্জবনস্থিত বেনুবন বুদ্ধবিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন উৎসবের উদ্বোধন করেন। বেনুবন বুদ্ধবিহারে পৌঁছানোর পর রাজ্যপাল ভগবান বুদ্ধদেবের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং প্রার্থনায় অংশ নেন। প্রদীপ প্রজ্জ্বলন করে উৎসবের উদ্বোধন করে রাজ্যপাল বলেন, গৌতম বুদ্ধের নীতি ও শিক্ষা আজও প্রাসঙ্গিক। গৌতম বুদ্ধের দেখানো পথ অনুসরণ করতে তিনি সবার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের তিনি পুরস্কৃত করেন।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেনুবন বুদ্ধবিহারের সম্পাদক উপাসক দিব্যেন্দু চাকমা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধাম্মাদিপা ইন্টারন্যাশনাল বুদ্ধিষ্ট ইউনিভারসিটির প্রতিষ্ঠাতা ও আচার্য ড. ধাম্মাপিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুদ্ধগয়ার বুদ্ধিষ্ট থাই ভারত সোসাইটির সাধারণ সম্পাদক ড. রত্নেশ্বর ভান্তে, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গঙ্গাপ্রসাদ প্রসেইন। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন বেনুবন বুদ্ধবিহার মঠের অধ্যক্ষ খেমাচারা ভিক্ষু।




International Museum Day : স্টেট মিউজিয়ামে ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে পাঠ দিলেন রাজ্যপাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad