আগরতলা, ১১ মে : গরু চরাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক ব্যক্তির। ঘটনা ধোলাই জেলার হাদুক্লক বরুহা পাড়ার জঙ্গলে। আহত ব্যক্তির নাম থাজুহালা রিয়াং (৫৬) । গুরুতর আহত অবস্থায় তিনি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, শুক্রবার রাতে ধলাইয়ের হাদুক্লক বরুহা পাড়ার জঙ্গলে গরু আনতে গিয়ে গাঁদা বন্দুকের গুলিতে আহত হন লাল থাজুহালা রিয়াং । এলাকার লোকজন চিৎকার শুনতে পেয়ে গুলিবিদ্ধ লাল থাজুহালা রিয়াং কে কুলাই জেলা হাসপাতালে নিয়ে যায়। কুলাই জেলা হাসপাতালে চিকিৎসক লাল তার শারীরিক অবস্থার অবনতি দেখে কুলাই জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। এই ঘটনার খবর পেয়ে আমবাসা থানার পুলিশ ঘটনা স্থলে ছুটে যায় এবং তদন্ত শুরু করে।
আহত লাল থাজুহালা রিয়াং এর পরিবারের বক্তব্য শুনে দ্বন্দ্বে পড়ে যায় পুলিশ। তিনি যদি গরু চরাতে জঙ্গলে গিয়ে থাকেন তাহলে এদিন সন্ধ্যারাতে গিয়েছিলেন কেন। তিনি কিভাবে গুলিবিদ্ধ হলেন, এই বিষয়েও যথাযথ কোন বক্তব্য তাদের কাছ থেকে পাওয়া যায়নি। ধোলাই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বক্তব্য অনুযায়ী তারা হয়তো অপরাধীকে আড়াল করার চেষ্টা করছেন। তবে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
Sports : টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে বিসিসিআই দু’দফায় ভারতীয় দলকে আমেরিকা পাঠাবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন