কোলকাতা, ১০ মে : আইসিসির আসন্ন টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে বিসিসিআই দু’দফায় ভারতীয় দলকে আমেরিকা পাঠাবার সিদ্ধান্ত নিয়েছে। বোর্ড সচিব জয় শা জানিয়েছেন, বিশ্বকাপের দলে থাকা যেসব ক্রিকেটার আইপিএল এর প্লে অফে টিমে থাকবেন না তাঁরা ২৪শে মে আমেরিকা রওনা হবে। কোচ রাহুল দ্রাবিড় ও সাপোর্ট স্টাফরা যাবেন একই সঙ্গে। যেসব দল প্লে অফে খেলবে তাঁরা আইপিএলের ফাইনাল ২৬শে মে, এর পর আমেরিকা যাবে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ ২রা জুন শুরু হবে। ভারত প্রথম ম্যাচটি খেলবে ৫ই জুন আয়ারল্যান্ডের বিরূদ্ধে। আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে এবার বিশ্বকাপের আয়োজন করবে।
এদিকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় IPL- 2024’র ম্যাচে গুজরাট টাইটান্স, চেন্নাই সুপারকিংস এর মুখোমুখি হয়েছে। চেন্নাই টসে জিতে গুজরাটকে ব্যাট করতে পাঠায়। গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করে জয়ের জন্য ২৩২ রানের লক্ষ্য মাত্রা রাখে।
অপরদিকে কলকাতা নাইটরাইডার্স আগামীকাল IPL- 2024’র ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে খেলবে। ইডেনে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। ১১ ম্যাচে ৮ টিতে জিতে ১৬ পয়েন্ট নিয়ে লিগতালিকায় শীর্ষে রয়েছে কলকাতা। আগামীকালের ম্যাচ জিতলে প্লে অফে খেলা প্রায় নিশ্চিত করে ফেলবে কেকেআর। অন্যদিকে, মুম্বাই ইতিমধ্যেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। ১২ ম্যাচ খেলে ৪ টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে লিগতালিকার অষ্টম স্থানে রয়েছে মুম্বাই। কলকাতা শেষ ম্যাচে লখনউ সুপারজায়ান্টসকে ৯৮ রানে হারিয়ে দিয়েছিলো। মুম্বাই গত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছিলো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন