Crime : উদয়পুরে স্বামীর হাতে খুন স্ত্রী, খোয়াইয়ে গৃহবধূ রক্তাক্ত হলো স্বামীর দায়ের কোপে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime : উদয়পুরে স্বামীর হাতে খুন স্ত্রী, খোয়াইয়ে গৃহবধূ রক্তাক্ত হলো স্বামীর দায়ের কোপে

Share This

 


আগরতলা, ১৩ মে : স্বামীর হাতে বিভৎস ভাবে খুন হলেন স্ত্রী। ঘটনা উদয়পুর ধ্বজনগরের আর‌এফ  টিলা এলাকায় । মৃতার নাম নমিতা দে (৩৬) । অভিযুক্ত স্বামীর নাম আশিস দে  (৪৫ )। পুলিশ অভিযুক্তকে আটক করে রাধা কিশোরপুর থানায় নিয়ে যায় । অবৈধ সম্পর্কের সন্দেহের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।


 ঘটনার বিবরণে জানা যায়  ধ্বজনগরের বাসিন্দা আশিস দে, তার স্ত্রী নমিতা দে'কে  অনেকদিন ধরে সন্দেহ করছিল  । সন্দেহের বাতাবরণ একটিবার ছিল যে স্বামী স্ত্রীর মধ্যে সোমবার ভোর তিনটায় পান খেতের দা দিয়ে হত্যা করে তার ওই স্ত্রী নমিতা দে'কে। তাদের বিয়ে হয়েছিল  ১৯ বছর আগে রাধানগর রাঙ্গামুড়া এলাকা থেকে  । দুই ছেলে এবং এক মেয়ে  আছে তাদের। সন্তানরা যখন ঘুমোচ্ছিল  ঠিক সেই সময়  দা দিয়ে  কুপিয়ে হত্যা করে তার স্ত্রী  নমিতা দেকে। পরে পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং নমিতাদের স্বামী আশিস দেকে আটক করে রাধা কিশোরপুর থানায় নিয়ে যায় পুলিশ।


অপরদিকে সালিশী সভার মধ্যেই স্বামীর দায়ের কোপে রক্তাক্ত হলো স্ত্রী। মারাত্মক এই ঘটনার বীভৎসতা দেখে ঘটনাস্থলেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন শ্বশুর। ব্যাপক চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে সোমবার বিকেলে খোয়াই থানাধীন উত্তর দুর্গানগর গ্রামে। ঘটনার কিছু সময়ের মধ্যেই খোয়াই মহিলা থানার পুলিশ অভিযুক্ত স্বামী অনুপ সেনকে (৩২) গ্রেফতার করেছে। 






Panchayats Election 2024 : ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ৬ জুন খসড়া ভোটার তালিকা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad