Crime : স্বর্ণকুমারের পলায়নে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে প্রশাসন, গ্ৰেপ্তার ২ কারারক্ষী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime : স্বর্ণকুমারের পলায়নে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে প্রশাসন, গ্ৰেপ্তার ২ কারারক্ষী

Share This


 আগরতলা, ১৫ মে :  মঙ্গলবার বিশালগড় স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার থেকে সাজাপ্রাপ্ত আসামী স্বর্ণকুমার ত্রিপুরা পালিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে যে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তাতে এক প্রকার ঘি ঢাললো বিশালগড়  মহকুমা প্রশাসন । এই ঘটনায় প্রভুরামপুর সেন্টার জেলের দায়িত্বগত কয়েকজনের বিরুদ্ধে সরাসরি দায়ের করা হলো ষড়যন্ত্রের মামলা। মামলা হাতে পেয়েই বুধবার পুলিশের জালে তুলে নেওয়া হল দুই কারারক্ষীকে।


মঙ্গলবার সন্ধ্যায় সেন্ট্রাল জেল সুপার তথা বিশালগড় মহকুমা শাসক রাকেশ চক্রবর্তী বিশালগড় থানায় লিখিত আকারে কয়েকজন কারারক্ষীর বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা দায়ের করে। সেই মামলার তদন্তে নেমে বুধবার দুপুরে বিশালগড় থানার পুলিশ কেন্দ্রীয় সংশোধনাগারের কারারক্ষী মোহাম্মদ মফিজ মিঞা ও সেন্ট্রি তপন রূপিনীকে গ্রেপ্তার করে। জানা গেছে ধৃত দের বৃহস্পতিবার পুলিশ রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করা হবে।


উল্লেখ্য, মঙ্গলবার সকালে বিশালগড়ের প্রভুরাম পুর স্থিত কেন্দ্রীয় সংশোধনাগার তথা সেন্ট্রাল জেল থেকেও পালিয়ে যায় কুখ্যাত এনএলএফটি জঙ্গি স্বর্ণকুমার ত্রিপুরা। দুইবার বিশালগড় স্থিত সেন্ট্রাল জেল এবং একবার কাঞ্চন পরিস্থিত জেল থেকে পালিয়ে যায় এই জঙ্গি।  ২০১৬ সালের ডিসেম্বর মাসে বিশালগড়ের কেন্দ্রীয় কারাগার থেকে সে পালিয়ে গিয়েছিল। এরপর ধরা পড়েছিল কাঞ্চনপুরে। সেখানেও সে জেলে ছিল। ২০২২ সালের জানুয়ারী মাসে সে কাঞ্চনপুর জেল থেকেও পালিয়ে যায়।



 


Crime : সেন্ট্রাল জেল থেকে পালিয়ে হ্যাট্রিক করলো কুখ্যাত এনএলএফটি জঙ্গি স্বর্ণ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad