কোলকাতা, ১৬ মে : ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রথম চার দফায় মোট ৬৬.৯৫ শতাংশ ভোট পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। সাড়ে চার কোটির বেশী মানুষ ইতিমধ্যেই ভোট দিয়েছেন। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, ভোটদানের উচ্চ হার, বিশ্বের কাছে ভারতীয়দের পক্ষ থেকে এক বার্তা পৌঁছে দিয়েছে। বাকী তিন দফায় বিপুল সংখ্যক ভোটদানের আহ্বানও জানানো হয়েছে। এ জন্য জনগনকে সচেতন, অনুপ্রাণিত এবং অবহিত করতে কমিশনের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে সপ্তম দফার লোকসভা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আগামীকাল শেষ হচ্ছে। এই দফায় পশ্চিমবঙ্গের ৯টি সহ দেশের ৫৭টি আসনে ভোটগ্রহণ আগামী ১ লা জুন। এর মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের ১৩টি করে, বিহারের ৮টি, ওড়িশার ৬টি , হিমাচলপ্রদেশের ৪টি, ঝাড়খণ্ডের ৩টি এবং কেন্দ্রশাসিত চণ্ডীগড়ের ১টি আসন।
অপরদিকে নির্বাচন কমিশন আগামী ২৫শে মে ষষ্ঠ দফা লোকসভা ভোটের জন্য ৯১৯ কোম্পানী কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী - সিএপিএফ মোতায়েন করবে। ৯টি ভাগে ভাগ করে এই মোতায়েন করা হবে। এর মধ্যে ৮ টি ভাগ হবে ভোট কেন্দ্রের জন্য। অন্যটি কুইক রেসপন্স টিম – কিউ আর টি হিসাবে ব্যবহার করা হবে। যে ৮টি আসনে ষষ্ঠ দফায় ভোটগ্রহণ, তার মধ্যে ৫ টি জেলা বাঁকুড়া,পুরুলিয়া, ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুরে অতিরিক্ত চার কোম্পানী কিউ আর টি মোতায়েন করা হবে। পূর্ব বর্ধমান জেলার জন্যও থাকবে দুই কোম্পানী।
Crime : স্বর্ণকুমারের পলায়নে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে প্রশাসন, গ্ৰেপ্তার ২ কারারক্ষী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন