কোলকাতা, ০৭ মে : লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ১০ টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩ টি আসনে ভোট গ্রহণ পর্ব বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়। বেলা ৩ টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৫০ দশমিক ৭/১ শতাংশ। এর মধ্যে ভোটদানের হার সবচেয়ে বেশী পশ্চিমবঙ্গের চারটি আসনে-৬৩ দশমিক ১/১ শতাংশ। এরপরেই আছে আসাম। এখানে ভোট দানের হার ৬৩ দশমিক ০/৮ শতাংশ। গোয়ায়- ৬১ দশমিক ৩/৯, ছত্তিশগড়ে- ৫৮ দশমিক ১/৯, কর্ণাটকে ৫৪ দশমিক ২/০, মধ্যপ্রদেশে- ৫৪ দশমিক ০/৯, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে ৫২ দশমিক ৪/৩ শতাংশ, গুজরাটে ৪৭ দশমিক ০/৩, উত্তর প্রদেশে- ৪৬ দশমিক ৭/৮, বিহারে ৪৬ দশমিক ৬/৯ এবং মহারাষ্ট্রে ৪২ দশমিক ৬/৩ শতাংশ ভোট পড়েছে বলে খবর।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ আসনে সবচেয়ে বেশী- ৬৫ দশমিক ৪/০ শতাংশ ভোট পড়েছে। এছাড়া, মালদা-দক্ষিণে ৬২ দশমিক ৯/০, মালদা-উত্তরে ৬১ দশমিক ৫/০ এবং জঙ্গীপুরে ৬২ দশমিক ৫/৭ শতাংশ ভোট পড়েছে। ভগবানগোলা বিধানসভা আসনে ভোট দানের হার ৬১ দশমিক ১/৮ শতাংশ।
Price Control : খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সভা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন