Wild Elephant Attack : কেরলে বন্য হাতির আক্রমণে তরুণ চিত্র সাংবাদিকের মৃত্যু - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Wild Elephant Attack : কেরলে বন্য হাতির আক্রমণে তরুণ চিত্র সাংবাদিকের মৃত্যু

Share This


 নতুন দিল্লি, ০৮ মে : ওয়াইল্ড লাইফ জার্নালিজমে আকর্ষণীয় ছবি তুলতে গিয়ে বন্য হাতির আক্রমণে মৃত্যু হল এক চিত্র সাংবাদিকের। ঘটনা কেরালার পালাক্কাড় জেলার মালামপুড়া-কাঞ্জিকোড় এলাকায়। মৃত চিত্র সাংবাদিকের নাম এ ভি মুকেশের। তিনি স্থানীয় মাতৃভূমি টিভি নিউজ চ্যানেলে কর্মরত ছিলেন বলে জানা গেছে।


ঘটনার বিবরণ দিয়ে কেরালা পুলিশ জানায়, পালাক্কাড় জেলার মালামপুড়া-কাঞ্জিকোড় এলাকায় বন্য হাতির আক্রমণে মাতৃভূমি টিভি নিউজ চ্যানেলের তরুণ চিত্র সাংবাদিক এ ভি মুকেশের মৃত্যু হয়েছে। একটি বন্য হাতির পালের নদী পার হওয়ার সময়, ছবি তুলতে গিয়ে আক্রান্ত হন তিনি। সঙ্গে থাকা আরও দুই ব্যক্তি পালিয়ে গেলেও ঐ সাংবাদিক হাতির সামনে পড়ে যান।  হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর।




Lok Sabha Election 2024 : তৃতীয় দফায় দেশের ৯৩ টি আসনে ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad