Nazrul Jayanti : রেন্টার্স কলোনীতে নজরুলের পূর্ণাবয়ব মুর্তির আবরণ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Nazrul Jayanti : রেন্টার্স কলোনীতে নজরুলের পূর্ণাবয়ব মুর্তির আবরণ উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী

Share This


 আগরতলা, ২৫ মে : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চিন্তাভাবনা বর্তমান সময়েও প্রাসঙ্গিক। সমাজের কল্যাণে তিনি অনেক কিছুই করে গেছেন। কাজী নজরুল ইসলাম মানবিকতার যে জয়গান গেয়েছেন তা বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরার প্রয়োজন রয়েছে। শনিবার যোগেন্দ্রনগরের রেন্টার্স কলোনীতে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন। 

ভারত-বাংলা মৈত্রী সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও বলেন, নজরুলের গান, কবিতা, প্রবন্ধের মাধ্যমে বরাবরই বিদ্রোহের মনোভাব প্রকাশ পেয়েছে। নজরুল ইসলামের রচিত গজলগুলি এক ঐশ্বরিক অনুভূতি সৃষ্টি করে। নিজে দরিদ্রতার মধ্যে জীবনযাপন করলেও গরীব মানুষের জন্য তিনি লড়াই করে গেছেন। নজরুলের জীবন ও সাহিত্য নতুন প্রজন্মের কাছে আরও বেশি করে তুলে ধরতে হবে। তবেই তাঁকে প্রকৃত শ্রদ্ধা জানানো যাবে। 


অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শংকর দে প্রমুখ।



এদিকে এদিন সকালে আগরতলার নজরুল কলাক্ষেত্র প্রাঙ্গনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে এক মনোজ্ঞ প্রভাতী কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে কবির আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন তথ্য ও সাংস্কৃতি দপ্তরের সচিব ডঃ পি কে চক্রবর্তী, দপ্তরের যুগ্ম অধিকর্তা সঞ্জীব চাকমা সহ শিল্প সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট জনেরা।






Result of TBSE : এবছরের মাধ্যমিকে পাশের হার ৮৭.৫৪ শতাংশ ও উচ্চ মাধ্যমিকে ৭৯.২৭

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad