Crime : জঙ্গলে বন্দুকের আস্ফালন ! গায়ে ৩টি গুলি নিয়ে জিবি হাসপাতালে পান চাষী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime : জঙ্গলে বন্দুকের আস্ফালন ! গায়ে ৩টি গুলি নিয়ে জিবি হাসপাতালে পান চাষী

Share This


 আগরতলা, ২৬ মে : গভীর জঙ্গলে নিজের প্রাণের বড়তে পান তুলতে গিয়ে গুলিবিদ্ধ হলেন এক চাষী  ঘটনা রবিবার আমবাসা থানাধীন ধনছড়া এলাকায়। আহত চাষীর নাম সান্থিথাং হালাম। তার শরীরে তিনটি গুলির ক্ষত নিয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা বর্তমানে সংকটমুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।


ঘটনার বিবরণে প্রকাশ রবিবার আমবাসা থানাধীন ধনছড়া এলাকার জঙ্গলে গাছ থেকে পান সংগ্রহ করতে যান সান্থিথাং হালাম । তিনি যখন নিজের বড়তে পান তুলতে ব্যস্ত ঠিক তখন দূর থেকে কে বা কারা তার উপর গুলি চালায়। পরবর্তী সময় তাকে নিয়ে আসা হয় ধলাই জেলা হাসপাতালে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে জিবিপি হাসপাতালে স্থানান্তর করা হয়।


আহত পান চাষী সান্থিথাং হালামের পরিবারের লোকজনের সাথে ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে তারা কোন প্রকার সদোত্তর দিতে পারেননি । তাদের বক্তব্য অনুযায়ী রবিবার সকালে নিজের পান এর বড়তে অন্যান্য দিনের মতোই পান সংগ্রহ করতে যান তিনি । তখন হঠাৎই তার উপর গুলি লাগে। কোথা থেকে কে বা কারা গুলি করেছে তা কিছুই অনুমান করা সম্ভব নয় । এমনকি তিনি নাকি রক্তাক্ত অবস্থায় নিজেই গভীর জঙ্গল থেকে লোকালয়ে ছুটে এসে, এলাকাবাসীর কাছে সাহায্য প্রার্থনা করেন। এই বক্তব্য থেকেই গোটা ঘটনার পিছনে রহস্য দানা বাঁধে।







কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad