Cyclone Remal : 'রেমাল'-এর প্রভাবে রাজ্যেও ঝড়-বৃষ্টি, দুইদিন বন্ধ আগরতলা-সাব্রুম ডেমো ট্রেন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Cyclone Remal : 'রেমাল'-এর প্রভাবে রাজ্যেও ঝড়-বৃষ্টি, দুইদিন বন্ধ আগরতলা-সাব্রুম ডেমো ট্রেন

Share This


 আগরতলা, ২৭ মে : ঘূর্ণিঝড় 'রেমাল'-এর প্রভাবে রাজ্যেও সোমবার ছিল ঝড় ও ভারী বৃষ্টিপাত। এতে বেশ কিছু জায়গা জলমগ্ন হয়ে পড়ে। আগরতলা শহরের বেশ কিছু জায়গায় জল জমতে দেখা যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে রাস্তার উপর। বড় বড় গাছপালা ভেঙে পড়ায় বেশ কিছু সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে পারে। ইতিমধ্যেই ২৭ ও ২৮ মে দুইদিন রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। রাজ্য প্রশাসনও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণিঝড় 'রেমাল'-এর প্রভাবেই এই ঝড় ও ভারী বৃষ্টিপাত ।  

ঘূর্ণিঝড় 'রেমাল'-এর কারনে দিল্লি - আগরতলা বিমান গৌহাটি বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। খারাপ আবহাওয়ার কারণেই এই বিমানটি আগরতলায় অবতরণ করতে পারেনি। তবে এতে যাত্রীদের যাতে কোন প্রকার অসুবিধা না হয়, এজন্য বিমানবন্দর কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে বলে খবর।


সোমবার রাজ্যে যে কায়দায় মুষলধারে বৃষ্টি হতে দেখা যায় । এতে আগরতলা শহরের বেশ কিছু জায়গায় জমে যায় জল। জল নিষ্কাশনের জন্য ব্যবহৃত পাম্প গুলি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে মাঠে নামেন মেয়র দীপক মজুমদার সহ নিগমের কর্পোরেটর রত্না দত্ত। অপরদিকে আধিকারিকদের নিয়ে শহর ঘুরে সরেজমিনে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মানুষের কোন সমস্যা হচ্ছে কিনা তার খোঁজ খবর নিচ্ছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডাঃ বিশাল কুমার।


ঘুর্নিঝড়ের প্রভাব দুর্ঘটনাগ্রস্থ হয় বি এস এফ একটি গাড়ি । ঘটনার বিবরনে জানা যায় সোমবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত পতিছড়ী ড্রপগেইট এলাকায় টি আর ০১ এম ০৮৮৫ নাম্বারের বি এস এফ জোওয়ানের একটি ট্রাকগাড়ী দুর্ঘটনার কবলে পরে।  জানাযায় গাড়ীটি দ্রুতগতিতে ছিলো অপরদিকে ঘুর্নিঝড়ের প্রভাবে নিয়ন্ত্রন হারিয়ে গাড়ীটি দুর্ঘটনার কবলেপরে। এই দুর্ঘটনায় কোনোপ্রকার হতাহতের খবর পাওয়াযায়নি।  


সামুদ্রিক ঘূর্ণিঝড় রেমালের কারনে সোমবার এবং আগামীকাল আগরতলা-সাব্রুম পর্যন্ত ডেমো ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড়ের কারনে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে ৪৪ টি ট্রেন‌ও বাতিল করা হয়েছে বলে খবর।


ঘূর্ণিঝড় রামেল এর প্রভাবে রাজ্যের বিভিন্ন এলাকাতেই বিপর্যস্ত হয়েছে বিদ্যুৎ পরিষেবা। খুঁটি ভেঙ্গে গিয়েছে ,তার ছিড়ে গিয়েছে, ট্রান্সফরমার  জ্বলে গিয়েছে। এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ নিজের সামাজিক মাধ্যমে লিখেন, "প্রবল বৃষ্টির মাঝেও ত্রিপুরার রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের প্রকৌশলী এবং কর্মীরা ভিজে ভিজে সকাল থেকেই লাইন মেরামতির কাজ করছেন। রাজ্য বাসীর কাছে বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে নিগমের কর্মীরা যেভাবে ঝড় বাদল মাথায় নিয়ে কাজ করে চলেছেন, আমি তাদের কুর্নিশ এবং অভিবাদন জানাই। একই সঙ্গে রাজ্যের আপামর জনগণও যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমি তাদেরকেও অভিনন্দন জানাই।" তিনি এই দুর্যোগ পরিস্থিতিতে বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে সকলের সহযোগিতা কামনা করেন।





Crime : জঙ্গলে বন্দুকের আস্ফালন ! গায়ে ৩টি গুলি নিয়ে জিবি হাসপাতালে পান চাষী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad