Cyclone Remal : তছনছ বিভিন্ন এলাকা, বিদ্যুৎ দপ্তরের ক্ষতি ২.৫ কোটি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Cyclone Remal : তছনছ বিভিন্ন এলাকা, বিদ্যুৎ দপ্তরের ক্ষতি ২.৫ কোটি

Share This

 


আগরতলা, ২৮ মে : ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল রাজ্যের বিদ্যুৎ পরিষেবা অনেকটাই বিপর্যস্ত হয়েছে। ঘুর্ণিঝড়ের এই তান্ডবের মধ্যেও বিদ্যুৎকর্মী, ঠিকেদার সংস্থা, প্রকৌশলীগণ যুদ্ধকালীন পরিস্থিতিতে রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থাকে স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে গেছেন। প্রাথমিক হিসাব অনুযায়ী বিদ্যুৎ দপ্তরের প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ একথা জানান। বিদ্যুৎমন্ত্রী জানান, ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে প্রাথমিক তথ্য অনুযায়ী আগরতলা সহ সারা রাজ্যে ৬৮৬টি বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে গেছে, ২৩৪ কিমি বিদ্যুতের তার ছিড়ে গেছে এবং ৮২টি ট্রান্সফরমার বিকল হয়ে গেছে।


সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী জানান, রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে দ্রুত স্বাভাবিক করার লক্ষ্যে প্রতিটি মহকুমায় ৩-৪টি টিম তৈরী করা হয়েছে। প্রতিটি টিমে বিদ্যুৎকর্মী সহ ঠিকেদার সংস্থার ৪-৫ জন সদস্য রয়েছেন। তারা যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চালিয়ে যাচ্ছেন। ফলে আগরতলা ডিভিশনে বিদ্যুৎ সারাইয়ের কাজ আজকের মধ্যে ৮০ শতাংশ এবং মবম্বলে ৫০ শতাংশ করা যাবে বলে বিদ্যুৎমন্ত্রী আশা ব্যক্ত করেন। রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে দ্রুত স্বাভাবিক করার লক্ষ্যে রাজ্যের জনগণের সার্বিক সহযোগিতা চেয়েছেন বিদ্যুৎমন্ত্রী। সাংবাদিক সম্মেলনে এছাড়াও ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর দেবাশিষ সরকার এবং জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা উপস্থিত ছিলেন।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad