আগরতলা, ২৯ মে : উত্তর ত্রিপুরা জেলায় ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রের নির্বাচনের ভোট গণনার কাজ নিয়ে বুধবার উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক কার্যালয়ের সভাকক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক ও সমাহর্তা দেবপ্রিয় বর্ধন। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, অতিরিক্ত জেলাশাসক বিপ্লব দাস, অতিরিক্ত জেলাশাসক সুভাষ চন্দ্র সাহা, ধর্মনগর মহকুমার মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া, পানিসাগর মহকুমার মহকুমা শাসক সুশান্ত দেববর্মা, কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক প্রদীপ কৃষ্ণরাজ, উত্তর ত্রিপুরা জেলার ৭টি বিধানসভা ক্ষেত্রের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার প্রমুখ।
এদিনের সভায় বিজেপি ও সিপিআই(এম) দলের প্রতিনিধিগণও উপস্থিত ছিলেন। সভায় জেলা নির্বাচন আধিকারিক দেবপ্রিয় বর্ধন গণনাকার্য সুষ্ঠুভাবে সম্পন্ন করার উপর গুরুত্ব আরোপ করেন। সভায় তিনি ভোট গণনার কাজ সংক্রান্ত বিভিন্ন নির্দেশিকা নিয়েও আলোচনা করেন।
অপরদিকে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ভোট গণনার প্রস্তুতি ক্ষতিয়ে দেখতে আজ সিপাহীজলা জেলার অন্তর্গত সোনামুড়া দ্বাদশ বালিকা বিদ্যালয়ের স্ট্রং রুম পরিদর্শনে সফর করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগারওয়াল। এদিন প্রায় ১১টায় সোনামুড়ায় আসেন তিনি এবং কাউন্টিং হল ও স্ট্রং রুম গুলি পরিদর্শন করেন। এখানে ভোট গণনা হবে বিশালগড় মহকুমার ৪ টি বিধানসভা ক্ষেত্রের । ২০ বক্সনগর ,২১নলছড়, ২২সোনামুড়া এবং ২৩ ধনপুর প্রমুখ বিধানসভা ক্ষেত্রের। ভোট গণনাকে কেন্দ্র করে সোনামুড়া গণনা কেন্দ্রর প্রস্তুতি সন্তোষজনক বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। যেসকল কাজগুলোতে খামতি রয়েছে সেগুলো দ্রুত শেষ করার নির্দেশ দেন মুখ্য নির্বাচনী আধিকারিক পুনীত আগারওয়াল। ভোট গণনা কেন্দ্র গুলিতে থাকবে ত্রি-স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। এদিন উনার সঙ্গে ছিলেন সিপাহী জলা জেলা শাসক , জেলা পুলিশ সুপার, সোনামুড়া মহকুমা শাসক প্রমুখ।
Cyclone Remal : তছনছ বিভিন্ন এলাকা, বিদ্যুৎ দপ্তরের ক্ষতি ২.৫ কোটি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন