T20 World Cup 2024 : রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

T20 World Cup 2024 : রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত

Share This


 নতুন দিল্লি, ২৮ জুন : ভারত টি -২০ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ভারত ৬৮ রানে ইংল্যান্ডকে হারিয়ে, ১০ বছর পর টি -২০ বিশ্বকাপের ফাইনালে উঠলো। ইংল্যান্ড টসে জিতে ভারতকে  ব্যাট করতে পাঠায়। ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান করে। অধিনায়ক রোহিত শর্মা ৫৭, সূর্যকুমার যাদব ৪৭, হার্দিক পান্ডিয়া ২৩ রান করেন। ক্রিস জর্ডন তিনটি, রিস টপলে, জোফরা আর্চার, স্যাম কারেন ও আদিল রশিদ একটি করে উইকেট নেন। 


জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৬ ওভার ৪ বলে ১০৩ রানে অলআউট হয়ে যায়। হ্যারি ব্রুক ২৫, অধিনায়ক জস বাটলার ২৩, জোফরা আর্চার ২১ রান করেন। অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব তিনটি করে উইকেট নেন, জশপ্রীত বুমরাহ নেন দুই উইকেট। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে অক্ষর প্যাটেল ম্যাচের সেরা হয়েছেন। ভারত আগামীকাল বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। বার্বাডোজের কেনসিংটন ওভালে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত আটটায়।




MSME Day : হাঁপানিয়ার আন্তর্জাতিক প্রদর্শনী হলের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী, সম্মানিত করা হলো ৫ জন লাভার্থীকে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad