নতুন দিল্লি, ২৯ জুন : পূর্ব লাদাখে দৌলত বেগ ওলদি এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নদী পারের সময় সেনা বাহিনীর একটি ট্যাঙ্কটি ভেসে গেলে এক জুনিয়ার কমিশন আধিকারিক সহ পাঁচ জওয়ানের মৃত্যু হয়ছে। গত সন্ধ্যায় সামরিক মহড়া চলাকালীন নদীতে নিওমা – চুশুল এলাকার ওই নদীতে টি-সেভেনটি টু ট্যাঙ্কটি নামানো হয়। হঠাৎই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ভেসে যায় সেটি। সেনাবাহিনী জানিয়েছে, পাঁচটি দেহই উদ্ধার করা হয়েছে।
লাদাখের চীনা সীমান্তের নিয়োমা চুশুল এলাকায় চলছিল সেনার নদী পারাপারের একটি প্রক্রিয়া। সেই সময়ই নদীতে আচমকা আসে হড়পা বান। মুহূর্তে ভেসে যান ৫ জন জওয়ান। লেহ থেকে ১৪৮ কিলোমিটার দরূরে মন্দির মোর নামের এলাকায় এই ঘটনা ঘটে। বেশ কিছু সূত্রের দাবি, রাত ১ টা নাগাদ এই নদী পারাপারের এই প্রক্রিয়া চলছিল।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। এক বার্তায় তিনি বলেন, দেশের প্রতি বীর জওয়ানদের এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ এই বিপদের সময় তাদের পাশে রয়েছে।
অপরদিকে মহারাষ্ট্রের জালনা জেলার সমৃদ্ধি হাইওয়ের কাদওয়াঞ্চি গ্রামের কাছে মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়েতে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষে ৬ জন প্রাণ হারিয়েছেন এবং চারজন আহত হয়েছেন। তেল ভরার পর একটি গাড়ি উল্টো দিক থেকে হাইওয়েতে ঢুকে পরলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের জালনা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
T20 World Cup 2024 : রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন