আগরতলা, ৩০ জুন : দক্ষিণ অফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর ভারত টি -২০ ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। বার্বাডোজের কেনসিংটন ওভালে গতকাল রুদ্ধশ্বাস ফাইনাল ম্যাচে টসে জিতে ভারত প্রথমে ব্যাট করে বিরাট কোহলির ৭৬, অক্ষর প্যাটেলের ৪৭ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৬ রান তোলে। কেশব মহারাজ, অনরিখ নোটিয়া দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা, ২০ ওভারে ৮ উইকেটে ১৬৯ রান তুলতে সমর্থ হয়। হেনরিক ক্লাসেন ৫২, কুইন্টনডিকক ৩৯ রান করেন। হার্দিক পান্ডিয়া তিনটি, জশপ্রীত বুমরাহ ও অর্শদীপ সিং দুটি করে উইকেট নিয়েছেন। হার্দিক পাণ্ডিয়ার বলে অসাধারণ ক্যাচ নিয়ে সূর্য কুমার যাদব, ক্লাসেনকে প্যাভিলিয়নে ফেরাতেই ম্যাচের মোড় ঘুরে যায়। কোহলি, ম্যাচের সেরা হয়েছেন। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে জশপ্রীত বুমরাহ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ১৩ বছর পর এটি ক্রিকেটের কোনো বিশ্বকাপ জয় ভারতের, ICC র খেতাব জয় ১১বছর পর। খেলা শেষে, সাংবাদিক সম্মেলনে বিরাট কোহলি এবং রোহিত শর্মা,টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁদের অবসর নেওয়ার কথা ঘোষণা করেন।
১৭ বছর পর ভারত টি -২০ ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । নিজের সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি ভারতীয় ক্রিকেট দলের সমস্ত খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, এই জয় ভারতবাসীর জন্য অত্যন্ত গর্বের । ভারতীয় খেলোয়াড়দের নিয়ে গোটা দেশবাসী আজ আনন্দে আত্মহারা। গোটা ইনিংসে ভারতীয় দল যে পারফরম্যান্স দেখিয়েছে তার জন্যও প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান।
রাতে ভারতীয় দল বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরেই ক্রিকেটপ্রেমীরা দিকে দিকে রাস্তায় নেমে পড়ে । বিজয় উল্লাসে বাজি পোড়াতে শুরু করে । আনন্দের আবহ লক্ষ্য করা যায় উত্তর-পূর্ব ভারতের ছোট্ট রাজ্য ত্রিপুরাতেও। শনিবার মধ্যরাতে আগরতলার রাজপথ দখলে নেয় ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা। এর মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জয়ের আনন্দ উল্লাসে আগরতলা লক্ষ্মী নারায়ণ বাড়ি রোড স্থিত এক মিষ্টির দোকানের সামনে এক ভয়ানক দুর্ঘটনা সংঘঠিত হয়।বাইক ও স্কুটির মধ্যে এই দুর্ঘটনায় মৃত্যু হয় স্কুটি চালক যুবকের,গুরুতর আহত হয় বাইক চালক। জানা গেছে বাইক চালক রনি সূত্রধর (১৯),বাড়ি ক্যাম্পারবাজার, সে রাজমিস্ত্রির কাজ করে । অন্যদিকে মৃত স্কুটি চালকের নাম রাতুল বনিক । তার বাড়ি জয়নগর এলাকায়।
Ladakh Incident : চীনা সীমান্তে ভেসে গেল সেনা বাহিনীর ট্যাঙ্ক, কমিশন আধিকারিক সহ ৫ জওয়ানের মৃত্যু
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন