Crime : রতনপুরে ছেলের হাতে মুন্ডচ্ছেদ মায়ের, গ্রেফতার অভিযুক্ত পাষন্ড সন্তান - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Crime : রতনপুরে ছেলের হাতে মুন্ডচ্ছেদ মায়ের, গ্রেফতার অভিযুক্ত পাষন্ড সন্তান

Share This


 খোয়াই, ১৭ জুলাই : ধারালো দা দিয়ে নিজের মায়ের দেহ থেকে মাথা আলাদা করে দিল নিজের ছোট ছেলে। ঘটনা মঙ্গলবার গভীর রাতে খোয়াই থানাধীন রতনপুরের ঝড়া বস্তিতে। মৃতার নাম পার্বতী ঝড়া (৫৫)। মাতৃ হন্তারক পাষন্ড ছেলের নাম হরিচরণ ঝড়া। ধারালো অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়ে যায়।


 ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকালে মৃত পার্বতী ঝড়ার বড় ছেলে কৃষ্ণ মোহন ঝড়া মা'কে ঘুম থেকে ডেকে তোলার জন্য ডাকাডাকি শুরু করলে তিনি কোন সাড়া দেননি। পরবর্তী সময়ে দরজার ফাঁক দিয়ে সে দেখতে পায় তার ছোট ভাই হরিচরণ ঝড়া তার মাকে হত্যা করে ঘরে দা নিয়ে বসে রয়েছে। সেই দৃশ্য দেখে ভয় পেয়ে কৃষ্ণ মোহন ঝড়া খবর দেন খোয়াই থানায়। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের খবর পেয়ে খোয়াই থানা থেকে ছুটে যান থানার ওসি সুবীর মালাকার, থানার সেকেন্ড অফিসার যুগল ত্রিপুরা সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙ্গে গ্রেফতার করে হাতে দা নিয়ে বসে থাকা হরিচরণ ঝড়াকে।


 পরবর্তী সময়ে কয়েক ঘণ্টা অপেক্ষার পর ফরেন্সিক দল ঘটনাস্থলে যায় এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতাল মর্গে। নিজের মাকে দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার ঘটনা নিয়ে পার্বতী ঝড়ার বড় ছেলে কৃষ্ণ মোহন জানিয়েছেন, ছোট ভাই হরিচরণের সঙ্গে একটি ঘরে থাকতো তার মা। গতকাল রাতে মার সঙ্গে তার ঝগড়া হয়। গভীর রাতেই কোন এক সময় সে এই নৃশংস ঘটনাটি সংঘটিত করে। এই হত্যাকাণ্ড নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।




International Relation : মরিশাসের প্রধানমন্ত্রী জুগনউথের সাথে বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সাক্ষাৎ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad