Ratha Yatra Incident : কুমারঘাটের কালো ছায়া বাংলাদেশের বগুড়ায়, রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু, আহত অর্ধশত - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Ratha Yatra Incident : কুমারঘাটের কালো ছায়া বাংলাদেশের বগুড়ায়, রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু, আহত অর্ধশত

Share This


 ঢাকা, ০৭ জুলাই : বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় প্রায় ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের স্টেশন সড়কের সেউজগাড়ি এলাকায় ইসকনের রথে এই দুর্ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে নিহত ব্যক্তিদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন অলোক সরকার (৪০), আতশি রানী (৪০), নরেশ মোহন্ত (৬৫) ও রঞ্জিতা মহন্ত (৬০)। নিহত আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে খবর। বর্তমানে নিহতদের দেহ স্থানীয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। 

মর্মান্তিক এই দুঃখ দুর্ঘটনার খবরের বিস্তারিততে জানা যায়, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এদিন সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর পরেই বিশাল অংশের ধর্মালম্বিদের সঙ্গে নিয়ে রথটি পরিক্রমায় বের হলে এর ১০–১৫ মিনিটের মধ্যেই রথের সঙ্গে সড়কের ওপরে থাকা বিদ্যুতের হাইভোল্টেজ তারের স্পর্শ লেগে এ দুর্ঘটনা ঘটে। 

সেউজগাড়ি শ্রীশ্রী ইসকন মন্দির থেকে রথযাত্রাটি পুলিশ লাইনসসংলগ্ন শিবমন্দির অভিমুখে রওনা করেছিল। এর মধ্যেই এই আকস্মিক দুর্ঘটনায় হতবম্ব হয়ে  পারেন স্থানীয় লোকজন।


প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী রথের চূড়া স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায়। এ সময় রথে থাকা এবং আশপাশের অন্তত ৫০ জনের বেশি আহত হন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয় এবং ৪ জন মারা যান। অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।


উল্লেখ্য অনুরূপ ভাবে গত বছরে ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটে জগন্নাথ দেবের উল্টোরথের আয়োজন করেছিলো কুমারঘাটের ইসকন কর্তৃপক্ষ। সেদিন রথের দড়িতে টান দিতে রাস্তায় বেড়িয়েছিলেন জগন্নাথের হাজার হাজার ভক্তরা। আর সেই রথের দড়িই সেদিন কেড়ে নিলো দশটি তাজা প্রাণ। শহর পরিক্রমার সময় কুমারঘাটের ব্লক চৌমুহনিতে হটাৎই জাতীয় সড়কের উপর থাকা উচ্চ ক্ষমতা সম্পন্ন ৩৩কেভি বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসামাত্রই লোহা দিয়ে নির্মিত সুবিশাল রথের চূড়া। সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায় গোটা রথে। মুহূর্তেই রথ ছুঁয়ে থাকা ভক্ত এবং তার আশপাশে থাকা পূন্যার্থীরা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলেই বিদ্যুতের ছোবলে অগ্নিদগ্ধ হয়ে রাজপথেই মৃত্যু হয় দুই শিশু সহ মোট ছয় জনের। আহত হন আরো বেশ কিছু ভক্তরা। এরমধ্যে পরবর্তীতে রাজ্য এবং বহিঃরাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় মৃত্যু হয় আরো চারজনের। এক পলকেই সেদিন রথযাত্রার আনন্দ বিষাদের রূপ নেয়। স্বজনহারাদের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। সবমিলিয়ে কুমারঘাটের রথকাণ্ডে সেদিন মৃত্যু হয়েছিলো শিশু সহ দশজনের।




National oral health : আগরতলার প্রজ্ঞা ভবনে কর্মরত ডেন্টাল সার্জনদের রাজ্যভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad