Bye-Election : রাজ্যসভার উপনির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য, সিপিএমকে ভোট দিল না কংগ্রেস - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Bye-Election : রাজ্যসভার উপনির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য, সিপিএমকে ভোট দিল না কংগ্রেস

Share This


 আগরতলা, ০৩ সেপ্টেম্বর : ত্রিপুরা থেকে রাজ্যসভার একমাত্র আসনের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী রাজীব ভট্টাচার্য জয়ী হয়েছেন। রাজীব ভট্টাচার্য পেয়েছেন ৪৭টি ভোট। বিজিত প্রার্থী সিপিআই (এম) দলের সুধন দাস পেয়েছেন ১০টি ভোট। উল্লেখ্য, ত্রিপুরা বিধানসভার লবিতে আজ সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণের পর ভোট গণনা করা হয়। পরে রাজ্যসভার উপনির্বাচনের রিটার্নিং অফিসার এস মগের হাত থেকে শংসাপত্র গ্রহণ করেন বিজয়ী প্রার্থী রাজীব ভট্টাচার্য।


উল্লেখ্য ৬০ সদস্য ত্রিপুরা বিধানসভার একটিমাত্র রাজ্যসভার আসনে আজ ভোটগ্রহণ হলে মোট ৫৭ জন ভোটার ভোট দেন। তিনজন ভোটার অনুপস্থিত থাকেন, এই তিনজন হলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, বীরজিৎ সিনহা এবং গোপাল রায়। সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। পরে সন্ধ্যা ৫ টা বাজতেই শুরু হয় গণনা। এদিন সকালে ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এক সাংবাদিক সম্মেলন করে জানান, কংগ্রেস এই নির্বাচনে ভোট গ্রহণ থেকে বিরত থাকছে। তিনি অভিযোগ করেন সদ্যসমাপ্ত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে শাসকদল বিরোধীদের কণ্ঠ রোধ করার চেষ্টা করেছে। এর প্রতিবাদেই তাঁদের এই ভোট দান থেকে বিরত থাকা।




Finance : বন্যায় কৃষকদের ক্ষয়ক্ষতির উপর ভিত্তি করে সহায়তা দেবে ব্যাঙ্কগুলি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad