Finance : বন্যায় কৃষকদের ক্ষয়ক্ষতির উপর ভিত্তি করে সহায়তা দেবে ব্যাঙ্কগুলি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Finance : বন্যায় কৃষকদের ক্ষয়ক্ষতির উপর ভিত্তি করে সহায়তা দেবে ব্যাঙ্কগুলি

Share This

 


আগরতলা, ০২ সেপ্টেম্বর : রাজ্যে সাম্প্রতিক অপ্রত্যাশিত বন্যা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যসচিব জে. কে. সিনহার সভাপতিত্বে সোমবার মহাকরণে স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের সচিব, বিশেষ সচিব, অধিকর্তা এবং উচ্চপদস্থ আধিকারিগণ উপস্থিত ছিলেন। সভায় বিভিন্ন দপ্তরের সচিব, অধিকর্তা ও আধিকারিকগণ বন্যায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তুলে ধরেন। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে অর্থদপ্তরের সচিব অপূর্ব রায় এই সংবাদ জানান।


 সাংবাদিক সম্মেলনে অর্থদপ্তরের সচিব আরও জানান, সভায় বিভিন্ন ব্যাঙ্কের প্রতিনিধিগণ জানিয়েছেন বন্যায় কৃষি ও কৃষি সংশ্লিষ্ট ক্ষেত্রের ক্ষয়ক্ষতির পরিমাণের উপর ভিত্তি করে ব্যাঙ্কগুলি ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য উদ্যোগ নেবে। ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কগুলি বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে বিভিন্ন এলাকায় শিবিরের আয়োজন করবে। ব্যাঙ্কগুলি প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ ও প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহর প্রকল্পেও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করবে। পিএমইজিপি, স্বাবলম্বন, পিএম বিশ্বকর্মা প্রকল্প, কিষাণ ক্রেডিট কার্ড, শিক্ষা ঋণ, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন, সিডি রেসিও বৃদ্ধির উপরও গুরুত্ব দেওয়া হবে।


সাংবাদিক সম্মেলনে অর্থ সচিব জানান, সভায় বিভিন্ন দপ্তরের সচিবগণ সংশ্লিষ্ট দপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাঙ্ক কর্তৃপক্ষের সামনে তুলে ধরেন। কৃষি দপ্তরের ক্ষেত্রে কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন চলছে যা এক সপ্তাহের মধ্যে ব্যাঙ্কগুলিকে জানিয়ে দেওয়া হবে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য দপ্তরের সচিব জানান, এই বন্যায় দপ্তরের বিপুল সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে যা নিরুপণ করে ব্যাঙ্কগুলিকে জানানো হবে। এছাড়াও সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তর, শিক্ষা দপ্তর, গ্রামোন্নয়ন দপ্তর, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা, নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তারাও তাদের নিজ নিজ দপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাঙ্ক কর্তৃপক্ষের সামনে তুলে ধরেন। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন, গ্রুপ ইনসুরেন্স ইনস্টিটিউশনাল ফাইনেন্স অধিকর্তা রাখী বিশ্বাস, এসএলবিসি কনভেনার ঋতুরাজ কৃষ্ণা প্রমুখ।




Swimming : পঞ্চম সিন্ধু জয় করলেন ভারতের সাঁতারো সায়নী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad