Swimming : পঞ্চম সিন্ধু জয় করলেন ভারতের সাঁতারো সায়নী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Swimming : পঞ্চম সিন্ধু জয় করলেন ভারতের সাঁতারো সায়নী

Share This

 


কোলকাতা, ০১ সেপ্টেম্বর : বিদেশের মাটিতে আবারও ভারতের তেরঙ্গা জয় ধ্বজা উড়ালেন ভারতের জলকন্যা সায়নী দাস। এবার তিনি জয় করলেন সপ্ত সিন্ধুর পঞ্চম সিন্ধু। সায়নী এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু যিনি আয়ারল্যান্ডে গিয়ে ১৩ ঘন্টা ১০ মিনিট ৩৮ সেকেন্ডে ৪৮ কিলোমিটার পথ সাঁতারে পঞ্চম সিন্ধু জয়ের রেকর্ড গড়লেন।


সায়নী জানিয়েছেন, গতকাল তিনি এই সাফল্য পান। তাঁর কথায়, আর বাকি রইল সপ্ত সিন্ধুর ষষ্ঠ ও সপ্তম সিন্ধু সুগারু ও জিব্রালটার প্রণালী। রটনেষ্ট, ক্যাটালিনা, ইংলিশ চ্যানেল, মালোকাই চ্যানেল ও কুক স্ট্রেইট চ্যানেল জয় ইতিপূর্বেই সম্পন্ন করেছেন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের কালনা পৌর এলাকার বারুইপাড়ার সাঁতারো সায়নী দাস।




Cabinet Decision : বাড়লো এসপিওদের বেতন, সেপ্টেম্বরের প্রথমেই জেআরবিটি গ্রুপ-ডি এর চূড়ান্ত ফল প্রকাশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad