আগরতলা, ১৩ জানুয়ারি : রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু সোমবার সকালে ধলাই জেলার কমলাছড়া এডিসি ভিলেজে জল জীবন মিশনে গভীর নলকূপ খনন প্রকল্পের কাজ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় রাজ্যপালের সাথে ছিলেন ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা সাজু বাহিদ এ, পানীয়জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের মুখ্য বাস্তুকার রাজীব মজুমদার এবং দপ্তরের জেলাস্তরের প্রকৌশলীগণ।
প্রকল্পটি পরিদর্শনের সময় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু রাজ্যের গ্রামীণ এলাকায় পানীয়জল সরবরাহে রাজ্য সরকারের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, গ্রামীণ এলাকায় মানুষের কাছে পরিসুত পানীয়জল পৌঁছে দিতে গভীর নলকূপ খনন করা হচ্ছে। পরিদর্শনের সময় রাজ্যপাল ভূ-গর্ভস্থ পানীয়জল প্রকল্পের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এ ধরনের প্রকল্প খরার মরশুমেও খুবই উপকারী।
National Youth Day : বিবেকনগরে জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠানে রাজ্যপাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন