National Youth Day : বিবেকনগরে জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠানে রাজ্যপাল - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

National Youth Day : বিবেকনগরে জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠানে রাজ্যপাল

Share This

 


আগরতলা, ১২ জানুয়ারি : রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু যুবাদের ভারতীয় মূল্যবোধ, সংস্কৃতি, ঐতিহ্যের ধারা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। রবিবার সকালে আগরতার বিবেকনগরে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে জাতীয় যুব দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে রাজ্যপাল এই আহ্বান জানান। অনুষ্ঠানে রাজ্যপাল বিদ্যালয় প্রাঙ্গণে স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।


 অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, যুব সমাজ জাতির ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বামী বিবেকানন্দ ছিলেন দার্শনিক, চিন্তাবিদ ও সমাজ সংস্কারক। স্বামী বিবেকানন্দ আজও ভারতীয় যুব সমাজের কাছে এক অনুপ্রেরণা। তিনি আরও বলেন, যুব সমাজকে বর্তমান ঘটনাবলী সম্পর্কে সচেতন থাকতে হবে এবং নিস্বার্থ সেবার মাধ্যমে সমাজকল্যাণে অবদান রাখতে হবে।


অনুষ্ঠানে রাজ্যপাল আন্ত:বিদ্যালয় প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বামী শুভকারানন্দ মহারাজ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ত্রিপুরা মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি স্বপন চন্দ্র দাশ, দক্ষতা উন্নয়ন দপ্তরের অধিকর্তা সাজ্জাদ পি। ধন্যবাদ জ্ঞাপন করেন রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল বুদ্ধিরূপানন্দ মহারাজ।





Women Welfare : প্রজ্ঞাভবনে রাজ্যভিত্তিক মহিলা কল্যাণ ও স্বশক্তিকরণ কনক্লেভ অনুষ্ঠিত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad