Jagriti Program : রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্ত কলেজ ক্যুইজ প্রতিযোগিতার উদ্বোধনে রাজ্যপাল - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Jagriti Program : রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আন্ত কলেজ ক্যুইজ প্রতিযোগিতার উদ্বোধনে রাজ্যপাল

Share This


 আগরতলা, ২৭ জানুয়ারি : বিশ্বের সমস্ত দেশের মধ্যে আমাদের দেশেই যুবা সম্প্রদায় সব থেকে বেশি। যুবসমাজ যদি মাদকাশক্ত হয়ে পড়ে তবে দেশের অগ্রগতি ও ভবিষ্যৎ বিপন্ন হবে। সমাজকে মাদকাশক্তির গ্রাস থেকে রক্ষা করতে ছাত্রছাত্রীদের প্রধান ভূমিকা নিতে হবে। সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত 'জাগৃতি-২০২৫' আন্ত কলেজ ক্যুইজ প্রতিযোগিতার উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু একথা বলেন। ক্রেতা সুরক্ষা, সড়ক নিরাপত্তা এবং মাদকাশক্তির বিপদ এই তিনটি বিষয়ের উপর ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উচ্চশিক্ষা দপ্তরের সহযোগিতায় খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক এবং পরিবহণ দপ্তরের যৌথ উদ্যোগে এই ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। জাগৃতি-২০২৫ এর তৃতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় আজ পশ্চিম ত্রিপুরা জেলা ও খোয়াই জেলার ৬টি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ক্যুইজ প্রতিযোগিতায় অংশ নেয়।


প্রতিযোগিতার উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন, ক্রেতা স্বার্থ সুরক্ষায় কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। অনুষ্ঠানে রাজ্যপাল সড়ক নিরাপত্তার ক্ষেত্রে যানবহন চালকদের ট্রাফিক রুলস মেনে চলা ও সতর্কভাবে যানবাহন চালানোর জন্য পরামর্শ দেন। তিনি বলেন, ট্রাফিক রুলস মেনে চললে সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে।


অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ বলেন, বর্তমান সরকার সুস্থ ত্রিপুরা ও শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন করার লক্ষ্য নিয়ে কাজ করছে। বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে সড়ক নিরাপত্তা এবং মাদক সমস্যার বিষয়ে সচেতনতা বাড়াতে পারলে সমাজ উপকৃত হবে। পরিবহণমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, সড়ক নিরাপত্তা, ভোক্তা সুরক্ষা ও নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জাগৃতি-২০২৫ কর্মসূচির সূচনা হয়েছে। এই কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের এসমস্ত বিষয়ে সচেতন করা। 


অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, এধরণের কর্মসূচি ক্রেতাদের সচেতন, মাদক ব্যবহার রোধ করতে ও সড়ক দুর্ঘটনা কমাতে সাহায্য করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ পদস্থ আধিকারিকগণ। অতিথিগণ ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে হেলমেটও বিতরণ করা হয়। রাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।




Republic Day 2025 : গোটা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো প্রজাতন্ত্র দিবস, দিল্লির কর্তব্য পথে রাজ্যের ট্যাবলুতে প্রদর্শিত হল খার্চি উৎসব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad