আগরতলা, ২৬ জানুয়ারি : দিল্লীর কর্তব্যপথে ৭৬তম সাধারণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং এবারের অনুষ্ঠানের প্রধান অতিথি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তো কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। জাতীয় পতাকা উন্মোচন ও ১০৫ মি মি লাইট ফিল্ড গানসের ২১ টি তোপধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। যেখানে ভারতের সামাজিক-অর্থনৈতিক, প্রযুক্তিগত এবং সামরিক দক্ষতার পাশাপাশি তার সংস্কৃতির সমৃদ্ধি এবং বৈচিত্র্য প্রদর্শন করা হয়।
৭৬তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আজ দিল্লির কর্তব্য পথে কুচকাওয়াজ প্রত্যক্ষ করতে আমন্ত্রিত ছিলেন ১০ হাজার বিশেষ অতিথি। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন পিএম যশস্বী বৃত্তি পাওয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে, অঙ্গনওয়াড়ি কর্মী, ত্রি-স্তর পঞ্চায়েত প্রতিনিধি, বন সংরক্ষক, কারুশিল্পী তথা পানীয় জল, গ্রামোন্নয়ন, বনধন যোজনা, পি এম জনমন, মৎস্য সম্পদ প্রভৃতি যোজনার সুবিধাভোগীরা। উল্লেখ্য, এরমধ্যে ত্রিপুরা থেকে আমন্ত্রণ পান মোট ৯৫ জন।
আজ নয়াদিল্লির কর্তব্য পথে ৭৬ তম প্রজাতন্ত্র দিবসের মুল কার্যক্রমে প্রদর্শিত হয় রাজ্যের ঐতিহ্যবাহী চতুর্দশ দেবতার আরাধনা তথা নিপুণ ভাস্কর্যে নির্মিত খার্চি পূজা সম্বলিত ত্রিপুরার ট্যাবলো। রাজ্যের জাতি-জনজাতিদের অন্যতম প্রধান উৎসবকে রাষ্ট্রীয় মঞ্চে তুলে ধরার সাথে সম্পৃক্ত সমস্ত শিল্পী ও কলাকুশলীদের এজন্য অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।
রাজ্যেও আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়। প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানটি হবে আগরতলার আসাম রাইফেলস ময়দানে। সকাল ৯টায় আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেন ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মুখ্য সচিব জেকে সিনহা, রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Health Care : বিলোনীয়া মহকুমা হাসপাতালে মাতৃত্ব ও শিশু বিভাগের নবনির্মিত পাকা ভবনের উদ্বোধন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন