Indian Railway : ওয়াকফ আন্দোলনের নামে রেলের ক্ষতি, কঠোর অবস্থানে ভারতীয় রেল - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Indian Railway : ওয়াকফ আন্দোলনের নামে রেলের ক্ষতি, কঠোর অবস্থানে ভারতীয় রেল

Share This


 নতুন দিল্লি, ১৮ এপ্রিল : ওয়াকফ আন্দোলনের একটি ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রতিককালে কিছু মানুষ বিক্ষোভের নামে ট্রেন চলাচলের যে বাধার সৃষ্টি করেছে রেলের তরফে ওই ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা করা হয়েছে। পাশাপাশি রেল অবরোধ কোনো কারণেই গ্রহণযোগ্য নয়, এই ধরনের কাজ অবৈধ ও কোনো ভাবেই তা বরদাস্ত করা হবে না বলে রেলের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। রেলের তরফে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।


এদিনের ওই  বিজ্ঞপ্তিতে রেলওয়ে আইন ১৯৮৯ এর ১৭৪ ধারা উল্লেখ করে এই ধরনের রেল অবরোধের কার্যকলাপে দুবছর কারাদণ্ড অথবা দুহাজার টাকা জরিমানা বা দুইই হওয়ার কথা বলা হয়েছে। এই ধরনের প্রতিবাদকারী এবং রেল চলাচলের নিরাপত্তা লঙ্ঘনকারী, রেল পথে ভ্রমণকারি ব্যক্তিদের জীবন বিপন্নকারী ব্যক্তিদের রেলওয়ে আইনের ১৫৪ ধারা অনুযায়ী  এই ধরনের লঙ্ঘনকারীদের করাদণ্ড দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। 


প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ইচ্ছাকৃত কাজের মাধ্যমে রেলপথে ভ্রমণকারী ব্যক্তিদের নিরাপত্তা বিপন্ন করা ১৫৩ ধারার অধীনে মামলা করা যেতে পারে, ফলস্বরূপ ৫ বছরের কারাদণ্ড হতে পারে। এই ধরনের অর্থহীন রেল অবরোধের পুনরাবৃত্তি ঘটলে লক্ষ লক্ষ দৈনিক যাত্রীদের স্বার্থ ও অধিকার রক্ষা ও সুরক্ষার জন্য ওই ধরনের অবরোধকারীদের বিরুদ্ধে রেল কর্তৃপক্ষ কঠোর  ব্যবস্থা  নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।





Waqf Bill : ওয়াকফ আইন নিয়ে কেন্দ্রকে ৭ দিনের মধ্যে জবাব তলব করলো সুপ্রিম কোর্ট, আগরতলায় বিজেপির সচেতনতা কর্মশালা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad