আগরতলা, ১৭ এপ্রিল : ১৯৯৫ সালের ওয়াকফ আইনের সংশোধনের ওপর স্থগিতাদেশ চেয়ে এবং এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একগুচ্ছ আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার শীর্ষ আদালত, ৭ দিনের মধ্যে কেন্দ্রকে জবাব দাখিল করতে বলেছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি কে ভি বিশ্বনাথন এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আজ ফের সংশোধিত ওয়াকফ আইন নিয়ে শুনানি হয়। এর আওতায় ওয়াকফ বোর্ড বা কেন্দ্রীয় ওয়াকফ পর্ষদে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত নতুন করে কোনো নিয়োগ করা হবে না বলে কেন্দ্র আজ সুপ্রিম কোর্টে আশ্বাস দিয়েছে।
ভারতের সলিসিটার জেনারেল তুষার মেহেতা এই বিষয়ে আরও বলেন, চিহ্নিত ওয়াকফ সম্পত্তির বর্তমান অবস্থা আপাতত পরিবর্তন করা হবে না। এমনকি ওয়াকফ বাই ইউজার বা ব্যবহারকারীর ওয়াকফ সম্পত্তির ক্ষেত্রেও এই অবস্থা অপরিবর্তিত থাকবে। দায়ের হওয়া আবেদনের সংখ্যা বেশী হওয়ায় আদালত, এ সংক্রান্ত ৫ টি প্রধান মামলা শুনানির জন্য চিহ্নিত করতে আবেদনকারীদের বলেছে। বাকী মামলাগুলিকে বিবেচনা করা হয়েছে বলে ধরে নেওয়া হবে। ৫-ই মে এই মামলার পরবর্তী শুনানি। আদালত, এ সংক্রান্ত আর্জি এবং লিখিত বক্তব্যগুলিকে যথাযথভাবে তৈরী করার জন্য সরকারের একজন নোডাল কৌঁসুলি নিয়োগ করার নির্দেশ দিয়েছে।
এদিকে ওয়াকফ সংশোধনী জনজাগরণ অভিযানের অঙ্গ হিসাবে গরীবদের অধিকার সুরক্ষা ,এই স্লোগানকে সামনে রেখে প্রদেশ বিজেপির উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিজেপি প্রদের সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্যর নেতৃত্বরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, তিন তালাক প্রথা বাতিল, কাশ্মীরে ৩৭০ ধারার অবলোপন কিংবা ওয়াকফ সংশোধন আইন, সবক্ষেত্রেই বিভ্রান্তি ছড়ানোর ভূমিকায় দেখা গেছে বিরোধীদের। আজ গরীব হিতৈষী-নারী বান্ধব এবং সর্বোপরি মুসলিম কল্যাণে কার্যকরী ওয়াকফ সংশোধনী আইন নিয়ে জনজাগরণ তৈরি করার লক্ষ্যে আয়োজিত কার্যক্রমে আমার বক্তব্য তুলে ধরি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ১৯৯৫ সালে তৈরি ওয়াকফ আইনের দূর্বলতার দরুন মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর গরীব মুসলমানরা।একই সাথে কতিপয় নেতা কর্তৃক ওয়াকফ সম্পত্তির অপব্যবহার , ৪০ নং ধারার অপব্যবহার করে বিভিন্ন জায়গা জবরদখল সহ আরো অসংখ্য দুর্নীতির অভিযোগের নিষ্পত্তি করার লক্ষ্যেই পাশ হয় ওয়াকফ সংশোধনী ২০২৫। আজ এই সংশোধিত আইন নিয়ে মুসলমান সমাজের নাগরিকদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধির অত্যন্ত প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
Administrative Meeting : জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক



কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন