Pope Francis : ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের শেষকৃত্য সম্পন্ন - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Pope Francis : ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের শেষকৃত্য সম্পন্ন

Share This


 নতুন দিল্লি, ২৬ এপ্রিল : বিশ্বব্যাপী ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিসের শেষকৃত্য আজ সম্পন্ন হয়।  রোমের সেন্ট মেরী মেজর ব্যাসিলিকায় তাঁকে  সমাহিত করা হয়। ভারতীয় সময় বেলা দেড়টায় ভ্যাটিকান শহরে সেন্ট পিটার স্কোয়ারে শুরু হয় অন্তিম শোভযাত্রা ও অন্তেষ্টি পর্ব। এতে পৌরোহিত্য করেন কার্ডিনাল রে। 

বিভিন্ন রাষ্ট্রীয় প্রধান ও  কয়েক হাজার ক্যাথলিক যোগ দেন পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে । এদের মধ্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ ছাড়াও ছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলাদাসিলভা এবং আর্জেন্টিনার রাষ্ট্রপতি জ্যাভিয়ের মিলেই।  প্রায় আড়াই লক্ষ মানুষ এই শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেয়।


এদিকে পোপের শেষকৃত্যে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মূ গতকাল ইতালির রোমে পৌঁছন। তাঁর সঙ্গে যান সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু , সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী জর্জ কুরিয়ান এবং গোয়া বিধানসভার উপাধ্যক্ষ জশুয়া ডি সু্যা । উল্লেখ্য, প্রায় এক শতাব্দীর পর এই প্রথম ভ্যাটিকান শহরের বাইরে কোন পোপকে সমাহিত করা হলো। এর আগে ১৯০৩ সালে ত্রয়োদশ পোপ লিও-কে ভ্যাটিকানের বাইরে সমাধি দেওয়া হয়েছিল।





Terror Attack : কাশ্মীরে গেলেন লোকসভার বিরোধী নেতা, বিস্ফোরণে ধংস দুই জঙ্গীর বাড়ি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad