Light House Project : প্রজেক্টের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে ১৪ কোটি ৯৬ লক্ষ টাকা কেন্দ্রীয় সহায়তা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Light House Project : প্রজেক্টের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে ১৪ কোটি ৯৬ লক্ষ টাকা কেন্দ্রীয় সহায়তা

Share This


আগরতলা, ০১ মে :
লাইট হাউস প্রজেক্টটির নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সম্প্রতি ১৪ কোটি ৯৬ লক্ষ টাকা পাওয়া গেছে। খুব শীঘ্রই লাইট হাউস প্রজেক্টটির নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে ত্রিপুরা আরবান প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট অথরিটি (টুডা)-র পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে। টুডার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে লাইট হাউস প্রজেক্ট ত্রিপুরা সরকারের একটি বিশেষ হাউসিং প্রজেক্ট। এই প্রকল্পটিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা (আরবান)-র অন্তর্গত শুরু করা হয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে এই প্রজেক্টটি শুরু করা হয়েছিল শুধুমাত্র ত্রিপুরা রাজ্যে বসবাসকারী অর্থনৈতিকভাবে দুর্বল এবং নিম্ন আয়ের পরিবারগুলির জন্য একটি স্থায়ী বাসস্থান প্রদান করার লক্ষ্যে।

কোভিড-১৯ মহামারী, রাজ্যের ভৌগোলিক অবস্থান, গত বছরের বন্যা পরিস্থিতি সহ নানা রকম বাধা সত্ত্বেও ত্রিপুরা সরকার লাইট হাউস প্রজেক্টটিকে যতটা শীঘ্র সম্ভব শেষ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রজেক্টটির গুরুত্ব বিবেচনা করে এবং তার নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রীর সাথে এই ব্যাপারে বারংবার আলোচনা করেছেন। যার ফল স্বরূপ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ১৪ কোটি ৯৬ লক্ষ টাকার অনুদান ইদানিং পাওয়া গেছে।

উল্লেখ্য গত ২০২১ সালের ১লা জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে লাইট হাউস প্রকল্পের শিলান্যাস করেন। সবার জন্য আবাস-এই লক্ষ্যেই ১০০০ আবাসন বিশিষ্ট লাইট হাউস প্রকল্প গড়ে তোলার প্রকল্প শুরু হয়।





Central Cabinet Dicision : আসন্ন আদমশুমারিতে হবে জাতিভিত্তিক গণনা, ত্রিপুরা সহ উত্তরপূর্বে ১৬৬ কিলোমিটারের’ও বেশী দৈর্ঘ্যের মহাসড়ক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad