Central Cabinet Dicision : আসন্ন আদমশুমারিতে হবে জাতিভিত্তিক গণনা, ত্রিপুরা সহ উত্তরপূর্বে ১৬৬ কিলোমিটারের’ও বেশী দৈর্ঘ্যের মহাসড়ক - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Central Cabinet Dicision : আসন্ন আদমশুমারিতে হবে জাতিভিত্তিক গণনা, ত্রিপুরা সহ উত্তরপূর্বে ১৬৬ কিলোমিটারের’ও বেশী দৈর্ঘ্যের মহাসড়ক

Share This

 


নতুন দিল্লি, ৩০ এপ্রিল : কেন্দ্রীয় মন্ত্রিসভা, আসন্ন আদমশুমারিতে জাতিভিত্তিক গণনা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে রাজনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি, এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। বুধবার নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, একথা জানিয়েছেন। তিনি বলেন, আদমশুমারি একটি কেন্দ্রীয় বিষয়। যদিও কিছু রাজ্য রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে নিজেরা জাতিভিত্তিক গণনার কাজ করেছে।

এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভা, শিলং থেকে শিলচর পর্যন্ত একটি নতুন মহাসড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর জন্য ব্যয় হবে ২২ হাজার ৮৬৪ কোটি টাকা। প্রকল্পটি উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে শ্রী বৈষ্ণব জানান। ১৬৬ কিলোমিটারের’ও বেশী দৈর্ঘ্যের এই মহাসড়কটি, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং অসমের বরাক উপত্যকার মধ্যের যোগাযোগকে উন্নত করবে। 


 কেন্দ্রীয় মন্ত্রিসভা, ২০২৫-২৬ চিনি মরশুমে কৃষকদের জন্য আখের ন্যায্য ও লাভজনক মূল্য সুনিশ্চিত করতে কুইন্ট্যাল পিছু ৩৫৫ টাকা ধার্য করেছে। শ্রী বৈষ্ণো বলেন, এই সিদ্ধান্তের ফলে ৫’কোটি আখ চাষী এবং চিনি কলগুলির সঙ্গে যুক্ত শ্রমিক উপকৃত হবেন। 





National News : প্রধানমন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হলো উচ্চপর্যায়ে বৈঠক, পহেলগাঁও হামলায় পাকিস্তান যোগ রাষ্ট্রসংঘে তুলে ধরলো ভারত



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad