UPS Pension Scheme : ত্রিপুরায় ইউনিফায়েড পেনশন স্কিম চালু, কার্যকর ১লা এপ্রিল ২০২৫ থেকে - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

UPS Pension Scheme : ত্রিপুরায় ইউনিফায়েড পেনশন স্কিম চালু, কার্যকর ১লা এপ্রিল ২০২৫ থেকে

Share This


আগরতলা, ০২ জুলাই :
রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ধাচে, রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ইউনিফায়েড পেনশন স্কিম চালুর ঘোষণা দিয়েছে, যা ১লা এপ্রিল ২০২৫ থেকে কার্যকর হবে। এই নতুন পেনশন ব্যবস্থা জাতীয় পেনশন সিস্টেম (NPS)-এর আওতায় আনা হয়েছে। এনপিএস সিস্টেমে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা অবসরকালে সন্তোষজনক পেনশন প্রাপ্য নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। নতুন স্কিমের আওতায় এই দুশ্চিন্তা অনেকটাই লাঘব হবে বলে মনে করছেন কর্মচারীরা।


সম্প্রতি প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই স্কিম প্রযোজ্য হবে, ০১.০১.২০০৪ বা তার পরবর্তী তারিখে অল ইন্ডিয়া সার্ভিসে যোগদানকারীদের জন্য, কেন্দ্রীয় সরকারের প্রেরিত (deputation) কর্মচারীদের জন্য, এবং রাজ্য সরকারের কর্মচারীদের জন্য, যারা ০১.০৭.২০১৮ বা তার পরে সরকারি পরিষেবায় যোগ দিয়েছেন।


ত্রিপুরা রাজ্য অর্থ দপ্তরের পক্ষ থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই সিদ্ধান্ত রাজ্য ও কেন্দ্রীয় স্তরের মধ্যে সমন্বিত পেনশন ব্যবস্থার লক্ষ্যে নেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন ত্রিপুরা সরকারের সচিব অপূর্ব রায়, যেটি ৩০ মে ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে।





Tripura Flood : রাজ্যে অতি বর্ষণের প্রেক্ষিতে রেড অ্যালার্ট জারি, ৬০টি ত্রান শিবিরে আশ্রয় নিলেন প্রায় ৩ হাজার পরিবার



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad