Independence Day : আগরতলায় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান নিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মতবিনিময় সভা - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Independence Day : আগরতলায় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান নিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মতবিনিময় সভা

Share This


 আগরতলা, ৪ আগস্ট : স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আসাম রাইফেলস ময়দানে অনুষ্ঠিতব্য মূল অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে কভারেজ করার লক্ষ্যে আজ তথ্য ও সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনার শুরুতে তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আসাম রাইফেলস ময়দানে মূল অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে কভারেজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। 

তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বলেন, প্রতি বছরের মত এবারও বিভিন্ন সংবাদমাধ্যমের চিত্র সাংবাদিক ও ভিডিও জার্নালিস্টদের জন্য পাস ইস্যু করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের মনোনীত চিত্র সাংবাদিক ও ভিডিও জার্নালিস্টদের আগামী ১০ আগস্টের মধ্যে নাম সহ ২ কপি পাসপোর্ট সাইজের ছবি তথ্য ও সংস্কৃতি দপ্তরে জমা দিতে হবে। ১২ আগস্টের মধ্যে পাস ইস্যু করার বিষয়ে সভায় উপস্থিত পুলিশ আধিকারিকদের অনুরোধ জানান তিনি। সভায় দপ্তরের উপ-অধিকর্তা রজত কান্তি দাস এবং বিভিন্ন সংবাদমাধ্যমের চিত্র সাংবাদিক ও ভিডিও জার্নালিস্টগণ উপস্থিত ছিলেন এবং আলোচনায় অংশগ্রহণ করেন।





New Cricket Playground : কমলপুর কে সি গার্লস দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ক্রিকেট মাঠের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad