নতুন দিল্লি, ৫ আগস্ট : উত্তরাখণ্ডের উত্তর কাশী জেলায় ধারালী অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টিতে ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী সেখানে ত্রাণ ও উদ্ধারের কাজ চালাচ্ছে। সাহায্য নেওয়া হচ্ছে সেনাবাহিনী, NDRF এবং এস ডি আর এফ -এর । এই দুর্যোগে এখনও পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছেবলে খবর, নিখোঁজ রয়েছেন বহু মানুষ। মঙ্গলবার দুপুরে উত্তরকাশীর ধরালি এলাকায় মেঘভাঙার ঘটনায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ধ্বংস হয়ে গিয়েছে বহু বাড়িঘর। পাহাড় থেকে নেমে আসা পাথর, কাদা ও জলের তোড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা।
স্থানীয় প্রশাসনের আশঙ্কা, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এক প্রত্যক্ষদর্শী আজতককে বলেন, 'মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ হঠাৎ বন্যা আসে। ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়। প্রায় ৬০-৭০ জনের কোনও খোঁজ নেই এখনও। তাঁদের সঙ্গে কোনও যোগাযোগও করা যায়নি।'
তিনি জানান, ১৯৭৮ সালের ৫ অগাস্ট, ঠিক এই দিনই কঞ্জোডিয়া এলাকায় ঠিক একই রকম বন্যা হয়েছিল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডে মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে উত্তরকাশী জেলার ধরলি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। টেলিফোনে মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামির সঙ্গে পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন