আগরতলা, ২১ আগস্ট : ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় নতুন দায়িত্বভার গ্রহণ করলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র প্রফেসর শ্যামলাল দাস। শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ভারতের রাষ্ট্রপতি তথা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভিজিটর এই প্রস্তাব অনুমোদন করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অধ্যাপক শ্যামলাল দাস এক বছরের জন্য অথবা নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত কিংবা সরকারের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এ প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে যে, অধ্যাপক গঙ্গা প্রসাদ প্রসেইনের উপাচার্যের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে।
সরকারি নির্দেশনাটি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে এবং একইসঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে। এর ফলে আপাতত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্বভার সামলাবেন অধ্যাপক শ্যামলাল দাস।
Mukhyamantri Samipeshu : সাহায্য প্রত্যাশীদের সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর উদ্যোগ


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন