Education Policy : ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে দু'দিনব্যাপী জাতীয় শিক্ষানীতি ২০২০ বিষয়ক কর্মশালার উদ্বোধনে রাজ্যপাল - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Education Policy : ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে দু'দিনব্যাপী জাতীয় শিক্ষানীতি ২০২০ বিষয়ক কর্মশালার উদ্বোধনে রাজ্যপাল

Share This

 

জাতীয় শিক্ষানীতি ২০২০ নিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ আয়োজিত দু’দিনব্যাপী কর্মশালার উদ্বোধন হলো শনিবার সকালে এমবিবি অডিটোরিয়ামে। কর্মশালার উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর : জাতীয় শিক্ষানীতি ২০২০ নিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগ আয়োজিত দু’দিনব্যাপী কর্মশালার উদ্বোধন হলো শনিবার সকালে এমবিবি অডিটোরিয়ামে। কর্মশালার উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন, জাতীয় শিক্ষানীতি ২০২০ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গৃহীত একটি কৌশলগত ও দূরদর্শী রূপরেখা। এই নীতির লক্ষ্য ভারতের প্রাচীন শিক্ষাগত মর্যাদাকে ফিরিয়ে এনে দেশকে পুনরায় বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করা। 

রাজ্যপাল আরও বলেন, জাতীয় শিক্ষানীতি ২০২০ ব্যক্তির সার্বিক বিকাশের জন্য প্রণীত হয়েছে। এর মূল লক্ষ্য ভারতীয় মূল্যবোধকে কেন্দ্র করে একটি আধুনিক, নমনীয় ও বহুমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। শিক্ষার্থীরা যাতে প্রতিযোগিতার যুগে নিজেদের সেরাটা উপস্থাপন করতে পারে, সেই সুযোগও করে দেবে এই নীতি। এছাড়া এটি ভারতীয় ভাষা, সংস্কৃতি ও জ্ঞান ব্যবস্থাকে উৎসাহিত করবে এবং ঐতিহ্যগত জ্ঞানকে ভবিষ্যতের প্রযুক্তির সঙ্গে একত্রিত করবে। 

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ত্রিপুরার উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মণ। তিনি বলেন, জাতীয় শিক্ষানীতি ২০২০ একটি যুগান্তকারী পদক্ষেপ, যা শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। তিনি আশা প্রকাশ করেন যে এই নীতির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে ত্রিপুরা রাজ্যের শিক্ষার মান নতুন উচ্চতায় পৌঁছাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শ্যামল দাস এবং বাবা সাহেব ভীমরাও আম্বেদকর বিশ্ববিদ্যালয় (লখনৌ)-এর শিক্ষা বিভাগের ডিন অধ্যাপক রাজশরন শাহী। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধান অধ্যাপক দেবরাজ পানিগ্রাহী।

উল্লেখ্য, এই কর্মশালায় দুই দিনের মধ্যে বিভিন্ন একাডেমিক সেশন অনুষ্ঠিত হবে যেখানে জাতীয় শিক্ষানীতির বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা হবে এবং শিক্ষাক্ষেত্রে এর বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করা হবে।




Agriculture Minister : ২০২৮-২৯ অর্থবছরের মধ্যে ত্রিপুরা আলু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad