Anti-Drug Raids : জিরানিয়া ফেন্সি কাণ্ডে ধলেশ্বরের ঘোষ বাড়িতে পুলিশের হানা, তদন্তে নতুন মোড় - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Anti-Drug Raids : জিরানিয়া ফেন্সি কাণ্ডে ধলেশ্বরের ঘোষ বাড়িতে পুলিশের হানা, তদন্তে নতুন মোড়

Share This

 


আগরতলা, ২৩ অক্টোবর : জিরানিয়া ফেন্সি কাণ্ডে তদন্তের গতি বাড়াতে বৃহস্পতিবার ধলেশ্বরের ১০ নম্বর দেবেন্দ্র দেবনাথ রোডে অভিযান চালায় রাজ্য পুলিশের ক্রাইম ব্রাঞ্চের এন্টি নার্কোটিক্স শাখা। অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সৌভিক দে’র নেতৃত্বে গঠিত তদন্তকারী দলের এই অভিযানে ছিলেন সিনিয়র ইন্সপেক্টর রোহেল আলমসহ আরও কয়েকজন আধিকারিক। জানা গেছে, এই দলটি পরিবহন ব্যবসায়ী অরুণ ঘোষের বাড়িতে হানা দেয়। তিনি জিরানিয়া ফেন্সি কাণ্ডে মূল অভিযুক্ত ‘ঘোষ লজিস্টিক’-এর মালিক বলেই জানা গিয়েছে।


সূত্রের খবর, দীর্ঘ কয়েক ঘণ্টার তল্লাশিতে অরুণ ঘোষের বাড়ি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে। যদিও তদন্তকারী অফিসাররা এ বিষয়ে মুখ খুলতে নারাজ। পুলিশের তরফে এখনই কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। তবে তাদের নীরবতা সত্ত্বেও অভিযান ঘিরে জোর জল্পনা তৈরি হয়েছে প্রশাসনিক মহলে।


উল্লেখ্য, জিরানিয়া রেল ইয়ার্ড থেকে সম্প্রতি কোটি কোটি টাকার এসকফ (এসক্যাফ) বা মাদকদ্রব্য উদ্ধার হয়। ঘটনার পর থেকেই রাজ্য পুলিশ ও এন্টি নার্কোটিক্স শাখা যৌথভাবে তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে উঠে আসে যে, ওই অবৈধ মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকতে পারে ঘোষ লজিস্টিক নামের একটি পরিবহন সংস্থা। এরপরই ধলেশ্বরে অরুণ ঘোষের বাসভবনে হানা দেয় তদন্তকারী দল।


পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত অরুণ ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যেই এনডিপিএস (NDPS) অ্যাক্টে মামলা নেওয়া হয়েছে। পাশাপাশি এন্টি নার্কোটিক্স শাখার তরফ থেকে পৃথকভাবে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তবে অরুণ ঘোষ বর্তমানে পলাতক, তাঁর খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।


তদন্তকারী সূত্রে জানা গেছে, এ অভিযানে উদ্ধার হওয়া কাগজপত্রগুলি গোটা চক্রের নেপথ্যে থাকা অর্থনৈতিক ও পরিবহন সংযোগ উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। প্রশাসনিক মহলের মতে, জিরানিয়া ফেন্সি কাণ্ডের তদন্ত এখন এক নতুন মোড়ে প্রবেশ করেছে।




Bramhakunda Mela : ৫ নভেম্বর থেকে তিন দিনব্যাপী ব্রহ্মকুন্ড মেলা, ১ নভেম্বর থেকে লটারীর মাধ্যমে হবে দোকান ভিটি বন্টন


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad