ধর্মনগর, ২০ অক্টোবরঃ কালীপুজোর চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর উপর নৃশংস হামলা চালিয়ে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরে। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে আলগাপুর এলাকায়। জানা গেছে, স্থানীয় মা কামাখ্যা মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার শামু ঘোষকে আলগাপুর নেতাজি ক্লাবের কয়েকজন সদস্য প্রকাশ্যে মারধর করে এবং তার কাছ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা জোর করে নিয়ে যায়।
আহত অবস্থায় শামু ঘোষ আজ ধর্মনগর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি চারজন অভিযুক্তের নাম উল্লেখ করেছেন, যারা প্রতি বছর কালীপুজোর চাঁদা আদায়ের নামে স্থানীয় ব্যবসায়ীদের উপর মারধর ও জোরজবরদস্তি করে বলে অভিযোগ। অভিযোগ পাওয়া মাত্রই ধর্মনগর থানার পুলিশ তদন্তে নামে।
ঘটনার খবর পেয়ে রাতেই ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ও থানার অফিসার-ইন-চার্জ বিপুল বাহিনী ও টিএসআর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ টহল জোরদার করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী মহলে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি উঠেছে। অন্যদিকে, ক্লাবের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, দায়ের করা মামলার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের ধরতে তৎপরতা চালানো হচ্ছে। এই ঘটনায় ধর্মনগর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে, কালীপুজো উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থাও আরও কড়া করা হয়েছে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন