আগরতলা, ১৯ অক্টোবর: প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের মতো সিনিয়র দলীয় নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনার অভিযোগে বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মো. তফাজ্জল হোসেনকে শোকজ নোটিশ জারি করেছে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ নেতৃত্ব।
দলীয় সাধারণ সম্পাদক অমিত রক্ষিত স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১৮ অক্টোবর সন্ধ্যায় সেপাহিজলা জেলার দক্ষিণ অংশের বক্সনগরে এক ক্রীড়া ভিত্তিক এক জমায়েতে মো. হোসেন প্রকাশ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্য করেন। অভিযোগ, তিনি জনসভায় বলেন— উল্লিখিত দুই নেতা তার অনুরোধ সত্ত্বেও খেলার মাঠে গ্যালারি নির্মাণে অর্থ বরাদ্দ দেননি।
বিজেপি রাজ্য নেতৃত্বের মতে, এই ধরনের প্রকাশ্য সমালোচনা দলীয় শৃঙ্খলার গুরুতর লঙ্ঘন এবং দলের আচরণবিধির পরিপন্থী। নোটিশে বলা হয়েছে, একজন জনপ্রতিনিধি ও দায়িত্বশীল দলীয় সদস্য হিসেবে তার উচিত ছিল অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ বা অসন্তোষ প্রকাশ করা, জনসমক্ষে নয়। এই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং নেতৃত্বের প্রতি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
দলীয় রাজ্য সভাপতি নির্দেশ অনুসারে মো. হোসেনকে নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে লিখিতভাবে কারণ দর্শাতে বলা হয়েছে— কেন তার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গজনিত ব্যবস্থা গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে দল উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানানো হয়েছে।
এই নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে রাজ্য সভাপতি, মুখ্যমন্ত্রী এবং দলের রাজ্য প্রভারি ড. রাজদীপ রায়ের কাছে। সূত্রের খবর, দলীয় মহলে এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এর প্রভাব রাজ্য রাজনীতিতেও পড়তে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।
Health Care: আগরতলা সরকারি মেডিকেল কলেজে ৪টি নতুন পিজি আসনের অনুমোদন দিলো এনএমসি


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন