Health Care: আগরতলা সরকারি মেডিকেল কলেজে ৪টি নতুন পিজি আসনের অনুমোদন দিলো এনএমসি - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Health Care: আগরতলা সরকারি মেডিকেল কলেজে ৪টি নতুন পিজি আসনের অনুমোদন দিলো এনএমসি

Share This


 আগরতলা, ১৮ অক্টোবর: রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা শনিবার এক গুরুত্বপূর্ণ তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করে জানান যে, ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি) আগরতলা সরকারি মেডিকেল কলেজের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ৪টি নতুন পিজি আসন অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে— ২টি আসন এমডি রেডিও-ডায়াগনসিস বিভাগে এবং ২টি আসন এমডি রেসপিরেটরি মেডিসিন বিভাগে।


মুখ্যমন্ত্রী এই অর্জনকে রাজ্যের চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে এক বড় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, “এই অনুমোদন ত্রিপুরার চিকিৎসা শিক্ষার মান আরও উন্নত করবে এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা প্রদানেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”


এদিকে আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজের নতুন চারটি পিজি কোর্স চালু হওয়ার বিষয়ে শাসকদলের পক্ষ থেকে জানানো হয়,  রাজ্য সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আগরতলা সরকারি মেডিকেল কলেজসহ রাজ্যের অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি পায়। নতুন পিজি আসন অনুমোদনের ফলে ত্রিপুরার ছাত্রছাত্রীরা এখন রাজ্যেই উন্নত চিকিৎসা শিক্ষার সুযোগ পাবে, যা ভবিষ্যতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও মজবুত করবে।







Wah Festival : ওয়া উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে সমবায়মন্ত্রী


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad