Wah Festival : ওয়া উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে সমবায়মন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Wah Festival : ওয়া উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে সমবায়মন্ত্রী

Share This

 


করবুক, ১৭ অক্টোবর : রাজ্যের প্রতিটি জনজাতি অংশের মানুষের কৃষ্টি ও সংস্কৃতির উন্নয়নে রাজ্য সরকার আন্তরিক। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনজাতিদের কৃষ্টি সংস্কৃতির উন্নয়নে রাজ্য সরকার উৎসাহ দিচ্ছে। গতকাল শিলাছড়ির মহাবোধি ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আয়োজিত দু'দিনব্যাপী ২২তম রাজ্যভিত্তিক ওয়া উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া একথা বলেন। 


অনুষ্ঠানে সমবায়মন্ত্রী বলেন, সমাজের উন্নয়নে শিক্ষার গুরুত্ব অপরিসীম। বর্তমান সরকার জনজাতিদের শিক্ষার উন্নয়নে নানা পরিকল্পনা রূপায়ণ করছে। জনজাতিদের সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহিত করার লক্ষ্যে নানা বাদ্যযন্ত্র প্রদান করা হচ্ছে। এরজন্য রাজ্যের বাজেটেও অর্থের সংস্থান রাখা হয়েছে। জনজাতিদের সার্বিক উন্নয়নে প্রতিটি জনজাতি সমাজের সমাজপতিদেরও গুরুত্ব রয়েছে।


অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক শম্ভু মাণিক ত্রিপুরা, আই.বি.সি.-র ডেপুটি সেক্রেটারি জেনারেল ভেন ড. খেমাছারা, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ক্রাইরি মগ চৌধুরী, মগ সোসিও কালচারেল অর্গানাইজেশনের শিলাছড়ি জোন কমিটির সেক্রেটারি লাব্রা মগ। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মগ সোসিও কালচারেল অর্গানাইজেশনের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট চাইলায়ু মগ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করবুক ব্লকের বি.এ.সি.র ভাইস চেয়ারম্যান প্রণব ত্রিপুরা, আর.টি.এস.এ.-এর প্রেসিডেন্ট গৌতম মগ, সমাজসেবী অতীন্দ্র রিয়াং, মগ সোসিও কালচারেল অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি দোয়ং মগ প্রমুখ।





Financial literacy : দু'দিনব্যাপী ফিনান্সিয়াল লিটারেসি শীর্ষক কর্মশালার উদ্বোধনে পঞ্চায়েত মন্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad