রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রী স্কলারশিপ ফর অ্যাচিভারস টুয়ার্ডস হায়ার লার্নিং (CM-SATH) প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

রবীন্দ্র ভবনে মুখ্যমন্ত্রী স্কলারশিপ ফর অ্যাচিভারস টুয়ার্ডস হায়ার লার্নিং (CM-SATH) প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Share This

 


আগরতলা, ২১ নভেম্বর : আর্থিক সীমাবদ্ধতা প্রকৃত প্রতিভার বিকাশ এবং উচ্চশিক্ষা গ্রহণের পথে বাঁধা হয়ে দাঁড়াবে না। সেই উদ্দেশ্য নিয়েই মুখ্যমন্ত্রী স্কলারশিপ ফর অ্যাচিভারস টুয়ার্ডস হায়ার লার্নিং (সি.এম-সাথ) প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল সরকারি সহায়তার মাধ্যমে মেধাবী অথচ আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ করে দেওয়া। আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত সিএম-সাথ অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা একথা বলেন।


মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার কাজের মাধ্যমেই মানুষের আস্থা অর্জনে বিশ্বাসী। এই সরকার মানুষের স্বার্থে যেসব কাজের কথা উল্লেখ করেছিল, তা বাস্তবায়নের লক্ষ্যে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সরকার চায় আর্থিক প্রতিবন্ধকতার জন্য যেন কোনও মেধা হারিয়ে না যায়। সেই দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের লক্ষ্যে সি.এম.-সাথ প্রকল্প চালু করা হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারের সি.এম-সাথ প্রকল্পের মাধ্যমেই ছাত্রছাত্রীদের সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমন নয়। কিন্তু এই প্রকল্প ছাত্রছাত্রীদের লক্ষ্য পূরণে উৎসাহিত করবে। পাশাপাশি প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে। 


মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাই হলো মানব জাতির মূল শক্তি। এর মাধ্যমেই নিজের বিকাশ এবং আত্মনির্ভরতা গড়ে উঠে। শিক্ষার মাধ্যমেই জাতির প্রকৃত বিকাশ ঘটে। যে যত বেশি শিক্ষিত, সমাজে তার ততবেশি কদর। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উক্তি উল্লেখ করে বলেন, যুব সম্প্রদায়ই ভারতের ভবিষ্যৎ। তাদের সঠিক এবং গুণগত শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলেই দেশ শ্রেষ্ঠত্বের দিকে এগিয়ে যাবে। এই লক্ষ্যপূরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগে জাতীয় শিক্ষানীতি চালু করা হয়েছে। জাতীয় শিক্ষানীতিতে শিক্ষার্থীদের মধ্যে চিন্তা, চেতনা, দক্ষতা, উদ্ভাবনী ধারণা, আর্থিক সীমাবদ্ধতায় শিক্ষা চালু রাখা, মহিলা স্বশক্তিকরণ, আত্মনির্ভরতা, দেশপ্রেম ইত্যাদি সব বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি, শর্মা। তিনি সি.এম.-সাথ প্রকল্পের বিষয়ে আলোচনা করেন। শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রাভেল হেমেন্দ্র কুমার বলেন, বর্তমানের ছাত্রছাত্রীরাই ভবিষ্যতে রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করবে। তিনি ক্যারিয়ার কাউন্সিলিং-এর গুরুত্বের কথাও উল্লেখ করেন। 


অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা রাজীব দত্ত, এস.সি.ই.আর.টি.-র অধিকর্তা এল ডার্লং। উল্লেখ্য, আজ এই অনুষ্ঠানে সারা রাজ্য থেকে সি.এম.-সাথ প্রকল্পে ২০০ জন নির্বাচিত ছাত্রছাত্রীর মধ্যে ৩২ জনের হাতে প্রতীকী হিসাবে রেপ্লিকা চেক তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা তাদের হাতে সেই চেক তুলে দেন।





Tragic Insident : কল্যাণপুরে অবৈধ বালু খাদানে চাপা পরে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু – আশঙ্কাজনক ১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad