Road Accident : মশাউলিতে বেপড়োয়া বাইকের ধাক্কায় প্রাণ হারালেন দুই ভাই - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Road Accident : মশাউলিতে বেপড়োয়া বাইকের ধাক্কায় প্রাণ হারালেন দুই ভাই

Share This

 


আমবাসা, ২২ নভেম্বর : শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ নালকাটা এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, মশাউলির দিক থেকে দ্রুতগতিতে বাইক চালিয়ে ৮২ মাইলের দিকে যাচ্ছিল কয়েকজন যুবক। সেই সময় মশাউলি বনগাঁও স্কুল সংলগ্ন এলাকায় পথচারী প্রণয় দে (৫৫) ও শ্রীবাস দে (৬০) নামে দুই ভাইকে সজোরে ধাক্কা মারে ওই বেপরোয়া বাইক। ঘটনাস্থলেই গুরুতর জখম হন দুই পথচারী। দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে ৮২ মাইল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কুলাইয়ে ধলাই জেলা হাসপাতালে রেফার করা হলে সেখানেই চিকিৎসকেরা দু’জনকে মৃত ঘোষণা করেন।


পরিবার ও প্রতিবেশীদের বক্তব্য, প্রণয় দে ও শ্রীবাস দে প্রতিদিনের মতো ৮২ মাইল বাজারে সবজি বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময়ই এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন তারা। এলাকাবাসীর অভিযোগ, এই এলাকায় প্রায়শই উঠতি বয়সী যুবকদের বেপরোয়া গতিতে বাইক চালানোর ঘটনা দেখা যায়। গতকালও তার ব্যতিক্রম হয়নি। ঘটনার পর ঘাতক বাইকটি উধাও হয়ে যায়। আরও অভিযোগ উঠেছে, যে বাইকটি দুর্ঘটনাটি ঘটায় সেটির বৈধ নথিপত্রও নাকি নেই।


মর্মান্তিক এই ঘটনায় শোক প্রকাশ করেছেন তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। তিনি নিজের সামাজিক মাধ্যমে লেখেন, রাত প্রায় ৯টা ৩০ মিনিটে মশাউলি গ্রামের দুই বাসিন্দা প্রণয় দে ও শ্রীবাস দে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হন এবং হাসপাতালে নিয়ে গেলে দু’জনেই মৃত্যুবরণ করেন। তিনি এই ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করে দুই ভাইয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা দ্রুতগতির বাইক তাণ্ডব নিয়ন্ত্রণে পুলিশের কড়া নজরদারির দাবি তুলেছেন।





মুখ্যমন্ত্রী স্কলারশিপ ফর অ্যাচিভারস টুয়ার্ডস হায়ার লার্নিং (CM-SATH) প্রকল্প সরকার চালু করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad