আগরতলা, ২৩ নভেম্বর : ত্রিপুরায় নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যকে সামনে রেখে রবিবার ভোরে উত্তর কলমচৌড়া থানার উদ্যোগে পরিচালিত হয় এক ব্যাপক মেগা অভিযান। পুলিশ, টিএসআর, বিএসএফ ও সিআরপিএফের যৌথ বাহিনী মিলিতভাবে ২২টি পৃথক প্লটে ছড়িয়ে থাকা প্রায় ২ লাখ ৫০ হাজার গাঁজা গাছ ধ্বংস করে। দীর্ঘদিন ধরেই এলাকাজুড়ে বেআইনি গাঁজা চাষের অভিযোগ উঠছিল। সেই অভিযোগের ভিত্তিতেই আধিকারিকদের নেতৃত্বে শুরু হয় বিশেষ অভিযান।
অভিযান চলাকালীন কিছু স্থানীয় বাসিন্দা পুলিশের অগ্রযাত্রায় বাধা দিতে রাস্তা অবরোধ সৃষ্টি করে বলে জানা গেছে। তবে পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থান নেয় পুলিশ বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করে এবং সমস্ত আইনি প্রক্রিয়া মেনে পুরো গাঁজার বাগান উচ্ছেদ করা হয়। থানার ইনচার্জ অরূপ দেববর্মা জানিয়েছেন, নেশার বিরুদ্ধে লড়াইয়ে এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে। তরুণ প্রজন্মকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করতেই পুলিশের এই দৃঢ় পদক্ষেপ।
এদিকে রাজধানী আগরতলা শহরেও মাদক বিরোধী তৎপরতা জোরদার করেছে পুলিশ। পশ্চিম আগরতলা থানার অধীনস্থ জয়নগর–জয়পুর সংলগ্ন এলাকা থেকে ড্রাগ পাচারের অভিযোগে সুমন দাস নামে ২৭ বছর বয়সী এক যুবককে আটক করা হয়েছে। তার বাড়ি দক্ষিণ জয়নগর আইলমারা টিলা এলাকায়। অভিযুক্তের কাছ থেকে যে ধরনের মাদক উদ্ধার হয়েছে তা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে।
Road Accident : মশাউলিতে বেপড়োয়া বাইকের ধাক্কায় প্রাণ হারালেন দুই ভাই


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন