Dharmendra Death : প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই, বলিউডে নেমে এলো শোকের ছায়া - ব্রহ্মকুন্ড বার্তা Brahamakundabartaa

ব্রহ্মকুন্ড বার্তা  Brahamakundabartaa

দেশ-বিদেশ ও ত্রিপুরার সব খবরের আপডেট

Post Top Ad

Translate

Dharmendra Death : প্রখ্যাত অভিনেতা ধর্মেন্দ্র আর নেই, বলিউডে নেমে এলো শোকের ছায়া

Share This

 


নতুন দিল্লি, ২৪ নভেম্বর : বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র আর নেই। ৮৯ বছর বয়সে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই সুপুরুষ অভিনেতা। দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। কিছুদিন আগেই মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, বাড়িতেই চলবে তাঁর দীর্ঘ পুনর্বাসন পর্ব। ভক্তদের ভালবাসা ও উদ্বেগের জন্য প্রকাশ করা হয়েছিল আন্তরিক কৃতজ্ঞতা। কিন্তু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর থেকে তাঁর শারীরিক অবস্থার আপডেট খুব কমই সামনে এসেছে। আজ সকালে তাঁর বাড়ির সামনে অ্যাম্বুল্যান্স দেখা মাত্রই অনুরাগীদের মনে নেমে আসে আশঙ্কার মেঘ। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল।


হিন্দি সিনেমার ‘হিম্যান’ হিসেবে খ্যাত ধর্মেন্দ্র তাঁর দীর্ঘ কেরিয়ারে উপহার দিয়েছেন বহু স্মরণীয় চরিত্র। ‘শোলে’-র বীরু, ‘চুপকে চুপকে’-র অধ্যাপক পার্থসারথি, ‘ইয়াদোঁ কি বারাত’-এর রোম্যান্টিক নায়ক— প্রতিটি ভূমিকাতেই তাঁর অভিনয় দর্শকদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলেছে। ষাট, সত্তর ও আশির দশকে বাণিজ্যিক ছবির সর্বাধিক সফল নায়কের তকমা ছিল তাঁর দখলে। সুপুরুষ, মারদাঙ্গা ইমেজ, নিখুঁত কমেডি-টাইমিং এবং সহজ অভিনয়শৈলীর জন্য ধর্মেন্দ্র আজও সিনেমাপ্রেমীদের কাছে আইকন।


মৃত্যুর মাত্র কিছু মাস আগেও পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। সম্প্রতি মুক্তি পাওয়া ‘তেরি বাতো মে অ্যায়সা উলঝা জিয়া’ ছবিতেও সংক্ষিপ্ত চরিত্রে ধরা দিয়েছিলেন তিনি। এমনকি তাঁর ‘ইক্কিস’ ছবির ঝলকও সদ্য প্রকাশ্যে আসে।


ধর্মেন্দ্রর প্রয়াণে বলিউডে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহশিল্পী, পরিচালক থেকে সাধারণ ভক্ত— সকলেই সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করছেন। হিন্দি সিনেমার স্বর্ণযুগের অন্যতম উজ্জ্বল নক্ষত্রের বিদায়ে ভারতীয় চলচ্চিত্র জগৎ হারাল তার এক অনন্য মহাতারকাকে। তাঁর শূন্যস্থান কখনও পূরণ হবে না বলেই মনে করছে চলচ্চিত্রমহল।





Tripura Police : উত্তর কলমচৌড়া থানা ধ্বংস করলো ২.৫ লক্ষ গাঁজা গাছ, আগরতলায় আটক ভ্রাম্যমান নেশা কারবারি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad